India vs England: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্য়াচ (IND vs ENG 3rd Test Match) খেলা হচ্ছে। বলা ভাল, লর্ডসে (Lord's Cricket Ground) আয়োজিত এই টেস্ট ম্য়াচটি আপাতত এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। সোমবার (১৪ জুলাই) এই টেস্ট ম্য়াচের অন্তিম তথা পঞ্চম দিন। এই ম্য়াচে ৪ দিনের পরও স্পষ্ট নয় যে কোন দলের দিকে পাল্লা ঝুঁকে রয়েছে। কোন দলই বা রয়েছে পিছিয়ে। ইতিমধ্যে চতুর্থ দিনের শেষবেলায় ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন, যা কার্যত হিতে-বিপরীত হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, কোথাও না কোথাও শুভমানের এই সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার (Team India) জন্য ব্যাকফায়ার করতে পারে।
দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ১৯৩ রান
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে দুটো দলই সমান-সমান রান করেছে। অর্থাৎ না কোনও দল লিড পেয়েছে, আর না কেউ পিছিয়ে ছিল। এই ম্য়াচের যাবতীয় ফয়সালা দ্বিতীয় ইনিংসের ভিত্তিতেই করা হবে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৯২ রান করে। অর্থাৎ টিম ইন্ডিয়াকে যদি এই ম্য়াচটা জিততে হয়, তাহলে ১৯৩ রান করতে হবে। এমনিতে এই স্কোরটা অল্প বলে মনে হলেও, ভারতীয় ক্রিকেট দল একের পর এক উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে যায়। এখন টিম ইন্ডিয়া কার্যত ব্যাকফুটে রয়েছে।
IND vs ENG 3rd Test Match: 'এক ঘণ্টার মধ্যেই তুলে নেব ৬ উইকেট...', ভারতের কাম-তামাম করতে মরিয়া ইংল্যান্ড
দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হলেন যশস্বী জয়সওয়াল
ভারতীয় ক্রিকেট দলের ওপেনার যশস্বী জয়সওয়াল দ্বিতীয় ওভারেই একটি দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে যান। সেইসময় দলের স্কোর মাত্র ৫ ছিল। দ্বিতীয় ইনিংসে জয়সওয়াল তো রানের খাতাই খুলতে পারলেন না। এরপর কেএল রাহুল এবং করুণ নায়ার টিম ইন্ডিয়ার হাল ধরার চেষ্টা করেন। রাহুল এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন। কিন্তু, করুণের ব্যাটিং পারফরম্য়ান্সে কোনও পরিবর্তন দেখতে পাওয়া যায়নি। ব্যাট করতে এলেন, কিছুক্ষণ সময় কাটালেন। যখন মনে হচ্ছিল যে এবার হয়ত একটা বড় রানের ইনিংস তিনি খেলতে পারবেন, ঠিক তখনই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এবারও এই একই দৃশ্য চোখে পড়ল। করুণ নায়ার ৩৩ বলে ১৪ রান করে আউট হয়ে যান। অধিনায়ক শুভমান গিলও মাত্র ৬ রান করে আউট হয়ে যান। কিন্তু, এরপরই তিনি একটি আশ্চর্য্যজনক সিদ্ধান্ত গ্রহণ করলেন। চতুর্থ দিনের খেলা যখন আর মাত্র ৩-৪ ওভার বাকি ছিল, সেইসময় তিনি নাইট ওয়াচম্য়ান ডেকে নেন।
IND vs ENG 3rd Test: তছনছ ২৩ বছরের পুরনো রেকর্ড, আগুন ফর্মে ১ নম্বর জায়গা দখল করলেন শুভমান
কেন নাইট ওয়াচম্যান হিসেবে নামতে হল আকাশ দীপকে?
ভারতীয় ক্রিকেট দলের যখন তৃতীয় উইকেটের পতন হল, সেইসময় স্বাভাবিক নিয়ম অনুসারে ঋষভ পন্থেরই আসার কথা ছিল। কিন্তু, ব্যাট করতে পাঠানো হল আকাশ দীপকে। আশা করা হয়েছিল, চতুর্থ দিনের বাকি সময়টুকু অন্তত আকাশ দীপ কাটিয়ে দিতে পারবেন। কিন্তু, দিনের নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই আকাশ দীপ আউট হয়ে গেলেন। তিনি মাত্র ১ রানই করতে পেরেছেন। মজার ব্যাপার হল, যে কাজটা একজন ব্য়াটারের করার কথা ছিল, সেটা করার জন্য একজন বোলারকে পাঠানো হল। হতে পারে, ঋষভ পন্থ যদি ৫ নম্বরে ব্যাট করতে আসতেন, তাহলে টিম ইন্ডিয়া হয়ত আর কোনও উইকেট হারাত না। ভারতীয় ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে ৫৮ রান করত এবং দিনের শেষে মাঠ ছাড়ত। কিন্তু, শুভমানের এই একটা সিদ্ধান্তের কারণেই ভারতের চতুর্থ উইকেটের পতন হয় এবং লাভের লাভ কিছুই হল না।