IND vs ENG 3rd Test Match: 'এক ঘণ্টার মধ্যেই তুলে নেব ৬ উইকেট...', ভারতের কাম-তামাম করতে মরিয়া ইংল্যান্ড

England vs India Lord's Test: ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচটি আপাতত বেশ রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে রয়েছে। ব্রিটিশ ক্রিকেটাররা দাবি করছেন, পঞ্চম দিনের প্রথম ঘণ্টাতেই তাঁরা নাকি টিম ইন্ডিয়ার বাকি ৬ উইকেট শিকার করে নিতে পারবেন।

England vs India Lord's Test: ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচটি আপাতত বেশ রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে রয়েছে। ব্রিটিশ ক্রিকেটাররা দাবি করছেন, পঞ্চম দিনের প্রথম ঘণ্টাতেই তাঁরা নাকি টিম ইন্ডিয়ার বাকি ৬ উইকেট শিকার করে নিতে পারবেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
England Cricket Team

ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস

IND vs ENG 3rd Test Match: ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচটি আপাতত বেশ রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে রয়েছে। ব্রিটিশ ক্রিকেটাররা দাবি করছেন, পঞ্চম দিনের প্রথম ঘণ্টাতেই তাঁরা নাকি টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) বাকি ৬ উইকেট শিকার করে নিতে পারবেন। এই ম্য়াচটি যে আপাতত একটা সরু দড়ির উপর দাঁড়িয়ে রয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কারণ, ভারতের সামনে জয়ের জন্য দরকার ১৩৫ রান। আর ইংল্যান্ডকে এই ম্য়াচটা জিততে হলে ৬ উইকেট শিকার করতে হবে। প্রসঙ্গত, এই টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৯২ রানে অলআউট হয়ে যায়। বল হাতে দুরন্ত পারফরম্য়ান্স করলেন ওয়াশিংটন সুন্দর। তবে চতুর্থ দিন শেষ একঘণ্টায় ছবিটা অনেকটাই বদলে গিয়েছিল। ভারত পরপর ৪ উইকেট হারিয়ে অনেকটাই চাপে পড়ে যায়।

Advertisment

IND vs ENG 3rd Test: ৩০ মিনিটে খেলা ঘোরাল ইংল্যান্ড, শেষ দিন ভারতের চাই ১৩৫ রান, হাতে উইকেট মাত্র ৬

ভারতকে হারাতে মরিয়া ইংল্যান্ড ক্রিকেট দল

Advertisment

চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন ইংল্যান্ডের কোচ মার্কাস ট্রেসকোথিক। তাঁর দাবি, ম্য়াচের পঞ্চম দিন প্রথম এক ঘণ্টার মধ্যেই ভারতের বাকি ৬ উইকেট শিকার করে ফেলতে পারবে ইংল্যান্ডের বোলাররা। আর সেইসঙ্গে চলতি সিরিজে তারা ২-১ ব্যবধানে লিড নেবে। ব্রিটিশ ক্রিকেট দলের সহকারি কোচ আরও যোগ করেন, চতুর্থ দিনের শেষ একটা ঘণ্টা ইংল্যান্ডের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। ওখানেই খেলাটা ঘুরে যায়। সঙ্গে তিনি আরও যোগ করেন, পঞ্চম তথা চলতি টেস্ট ম্য়াচের অন্তিম দিনের প্রথম ঘণ্টাটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

IND vs ENG 3rd Test: বড়সড় শাস্তির মুখে পড়বেন মহম্মদ সিরাজ! কী বলছে ICC-র নিয়ম?

ব্রিটিশ কোচ বললেন, 'শেষ একটা ঘণ্টা দুর্দান্ত কাটল। সকলেই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছিল। সমর্থকরা তাঁদের প্রিয় দলের জন্য চিৎকার করছিলেন। মাঠের বাইরের এই উল্লাসই ব্রিটিশ ক্রিকেটারদের আরও উদ্বুদ্ধ করে। আশা করছি, সকালবেলা এক ঘণ্টার মধ্যেই যাবতীয় কাম-তামাম করতে পারব। প্রথম একটা ঘণ্টার মধ্যেই টিম ইন্ডিয়ার বাকি ৬ উইকেট আমরা শিকার করতে পারব।'

IND vs ENG 3rd Test: লর্ডসে আজ টানটান উত্তেজনা! খোলা চ্যালেঞ্জে ইংল্যান্ডে কাঁপুনি ধরালেন ওয়াশিংটন সুন্দর

লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে উজ্জ্বল হয়ে উঠলেন ওয়াশিংটন সুন্দর। সুন্দরের স্পিনের ভেলকিতে একে একে প্যাভিলিয়নে ফিরে গেলেন জো রুট, বেন স্টোকস এবং জেমি স্মিথ। এরপর ভারতের কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত ওয়াশি ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। আর ইংল্যান্ড আটকে যায় ১৯২ রানে।

IND vs ENG 3rd Test: দরকার ১৩৫ রান, হাতে ৬ উইকেট! লর্ডস টেস্ট জিততে পারবে টিম ইন্ডিয়া?

এরপর আসে টিম ইন্ডিয়ার ব্যাট করার পালা। রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেন জয়সওয়াল। ফের জোফ্রা আর্চারের শিকার হলেন তিনি। এরপর ব্যর্থতার খাতায় নাম লেখালেন করুণ নায়ার। গত ৬ ইনিংসে করুণ মাত্র ১৩১ রান করেছেন। টিম ইন্ডিয়ায় তাঁর জায়গা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অধিনায়ক শুভমান গিলকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ব্রাইডন কার্স। ভারতীয় স্কোর বোর্ডে শুভমান মাত্র ৬ রান যোগ করতে পারেন। আর চতুর্থ দিন নাইট ওয়াচম্য়ান হিসেবে ব্যাট করতে নেমেছিলেন আকাশ দীপ। দিনের শেষ ওভারে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস তাঁকে ক্লিন বোল্ড করে দেন। 

চতুর্থ দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল ৪ উইকেট হারিয়ে ৫৮ রান করতে পেরেছে। জয়ের জন্য এখনও দরকার ১৩৫ রান। এই ম্য়াচ জিতে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে সিরিজে লিড নিতে চায়।

Indian Cricket Team IND vs ENG 3rd Test Match