IND vs ENG 3rd Test: তছনছ ২৩ বছরের পুরনো রেকর্ড, আগুন ফর্মে ১ নম্বর জায়গা দখল করলেন শুভমান

India vs England Test 2025: লর্ডস টেস্ট ম্য়াচ ইতিমধ্যেই এক রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার আর মাত্র ১৩৫ রান। আর ইংল্যান্ড তাকিয়ে রয়েছে ভারতের বাকি ৬ উইকেটের দিকে।

India vs England Test 2025: লর্ডস টেস্ট ম্য়াচ ইতিমধ্যেই এক রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার আর মাত্র ১৩৫ রান। আর ইংল্যান্ড তাকিয়ে রয়েছে ভারতের বাকি ৬ উইকেটের দিকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill Record

ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল

IND vs ENG 3rd Test Match: চলতি ইংল্য়ান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) দুর্দান্ত ব্য়াটিং পারফরম্য়ান্স করেছেন। তাঁর ব্যাট থেকে কার্যত রানের সুনামি দেখতে পাওয়া গিয়েছে। সত্যি কথা বলতে কী, টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন শুভমান। প্রথম দুটো টেস্ট ম্য়াচে তো এমন ব্যাটিং পারফরম্য়ান্স করেছেন তিনি, যা বিশ্ব ক্রিকেটে খুব কমই দেখতে পাওয়া গিয়েছে। যদিও লর্ডসে আয়োজিত তৃতীয় টেস্ট ম্য়াচে তাঁর ব্যাটিং অতটাও নজর কাড়তে পারেনি। প্রথম ইনিংসে ১৬ রান করার পর, দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

Advertisment

IND vs ENG 3rd Test: বড়সড় শাস্তির মুখে পড়বেন মহম্মদ সিরাজ! কী বলছে ICC-র নিয়ম?

ভেঙে ফেললেন রাহুল দ্রাবিড়ের রেকর্ড

Advertisment

ইংল্যান্ডের মাটিতে আয়োজিত চলতি টেস্ট সিরিজে শুভমান গিল এখনও পর্যন্ত মোট ৬০৭ রান করেছেন। এরমধ্যে রয়েছে তিনটে শতরান। এর পাশাপাশি তিনি ইংল্যান্ডে একটি টেস্ট সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেললেন। আর সেইসঙ্গে ভেঙে দিলেন রাহুল দ্রাবিড়ের ২৩ বছরের পুরনো রেকর্ডও। ২০০২ সালে রাহুল দ্রাবিড় ইংল্যান্ডে আয়োজিত টেস্ট সিরিজে মোট ৬০২ রান করেছিলেন। দ্রাবিড়ের সেই রেকর্ডও এবার চুরমার হয়ে গেল।

IND vs ENG 3rd Test: লর্ডসে আজ টানটান উত্তেজনা! খোলা চ্যালেঞ্জে ইংল্যান্ডে কাঁপুনি ধরালেন ওয়াশিংটন সুন্দর

ইংল্যান্ডের মাটিতে এক টেস্ট সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার

  • শুভমান গিল - ৬০৭ রান, (সাল ২০২৫)
  • রাহুল দ্রাবিড় - ৬০২ রান (সাল ২০০২)
  • বিরাট কোহলি - ৫৯৩ রান (সাল ২০১৮)

IND vs ENG 3rd Test: দরকার ১৩৫ রান, হাতে ৬ উইকেট! লর্ডস টেস্ট জিততে পারবে টিম ইন্ডিয়া?

দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমান গিল

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচে শুভমান গিল ১৪৭ রানের একটি ইনিংস খেলেছিলেন। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে পরাস্ত হয়েছিল। কিন্তু, শুভমানের ব্যাটিং প্রশংসা গোটা বিশ্বজুড়ে হতে থাকেন। এরপর দ্বিতীয় টেস্ট ম্য়াচে শুভমানের দাপটে সবকিছু ছাড়খাড় হয়ে যায়। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে তিনি ২৬৯ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে করেন ১৬১ রান। সেকারণে তাঁর হাতেই প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়েছিল।

IND vs ENG 3rd Test Match: 'এক ঘণ্টার মধ্যেই তুলে নেব ৬ উইকেট...', ভারতের কাম-তামাম করতে মরিয়া ইংল্যান্ড

টিম ইন্ডিয়ার জার্সিতে হাঁকিয়েছেন ৮ টেস্ট সেঞ্চুরি

২০২০ সালে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে ডেবিউ করেছিলেন শুভমান গিল। এরপর থেকে টিম ইন্ডিয়ায় তাঁর ব্য়াটিং অর্ডারে একাধিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। ৩৫ টেস্ট ম্য়াচে গিল এখনও পর্যন্ত ২,৫০০ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৮ শতরান এবং ৭ হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে।

Indian Cricket Team Shubman Gill IND vs ENG 3rd Test Match