IND vs ENG 3rd Test Match: আশা পূরণ হল না ভারতীয় ক্রিকেট দলের। লর্ডস টেস্টের শেষ দিনে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৩৫ রান। কিন্তু, সেটাও তারা করতে পারল না। একের পর এক উইকেট হারিয়ে শুভমান (Shubman Gill) ব্রিগেড নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনল। শেষপর্যন্ত তৃতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া ২২ রানে পরাস্ত হল। সেইসঙ্গে পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে তারা ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টস জিতে ইংল্যান্ড ক্রিকেট দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে ব্রিটিশ ক্রিকেটাররা ৩৮৭ রানে অলআউট হয়ে যায়। এরপর ছেড়ে দেয়নি ভারতও। তারাও প্রথম ইনিংসে ৩৮৭ রানই করে। অর্থাৎ প্রথম ইনিংসে দুটো দলের মধ্যেই যে সেয়ানে-সেয়ানে লড়াই হয়েছে, তা বলা যেতে পারে। এই পরিস্থিতিতে ম্য়াচের যাবতীয় ফলাফল দ্বিতীয় ইনিংসের উপরেই নির্ভর করছিল। ইংল্যান্ড ১৯২ রান করে। টিম ইন্ডিয়ার হয়ে ৪ উইকেট শিকার করেন ওয়াশিংটন সুন্দর।
IND vs ENG 3rd Test Match: 'এক ঘণ্টার মধ্যেই তুলে নেব ৬ উইকেট...', ভারতের কাম-তামাম করতে মরিয়া ইংল্যান্ড
আসে ভারতের ব্যাট করার পালা। ১৯২ রান দেখতে কম হলেও, চতুর্থ এবং পঞ্চম দিনে লর্ডসের উইকেট যে ব্যাট করার জন্য অনেকটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে যান, তাহলে তো আর কিছু বলারই জায়গা থাকে না। ঠিক যেমনটা আউট হলেন যশস্বী জয়সওয়াল। তিনি রানের খাতাই খুলতে পারলেন না। করুণ নায়ারের খারাপ ফর্ম অব্যাহত। তিনিও ১৪ রান করে ফিরে যান।
IND vs ENG 3rd Test: তছনছ ২৩ বছরের পুরনো রেকর্ড, আগুন ফর্মে ১ নম্বর জায়গা দখল করলেন শুভমান
দায়িত্বজ্ঞানহীন শট যশস্বীর
আশা ছিল, শুভমান গিল হয়ত টিম ইন্ডিয়ার এই নিকষ আঁধারে ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে উঠবেন। কিন্তু, সে গুড়েও বালি। চলতি সিরিজে শুভমান ৬০০-র উপরে রান করলেও, লর্ডসের দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এরপর নাইট ওয়াচম্য়ান হিসেবে ব্যাট করতে নামেন আকাশ দীপ। তাঁর থেকে খুব বেশি প্রত্যাশা ছিল না। আশা করা হয়েছিল, অন্তত চতুর্থ দিনের শেষ বেলাটুকু তিনি উইকেটে কাটিয়ে আসতে পারবেন। কিন্তু, ৩ বল বাকি থাকতেই তিনি বোল্ড হয়ে যান। অবশেষে ৪ উইকেট হারিয়ে ৫৮ রান ঝুলিতে নিয়ে মাঠ ছেড়েছিল ভারত।
IND vs ENG 3rd Test: লর্ডসেই সব শেষ! আর কত 'সুযোগ' করুণকে? প্রশ্ন হতাশ সমর্থকদের
ব্যর্থ রাহুল-ঋষভ
আশা ছিল, যেহেতু কেএল রাহুল উইকেটে অপরাজিত রয়েছেন এবং তিনি বেশ সেট হয়ে গিয়েছিলেন, পঞ্চম দিনও হয়ত দলের হাল ধরতে পারবেন তিনি। সঙ্গে আবার ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ। ঋষভকে দেখেই তো ভারতীয় ক্রিকেট সমর্থকদের মাথায় হাত। চোটের কারণে তিনি কার্যত কুঁকড়ে রয়েছেন। প্রথম ইনিংসে কিপিং করার সময় জসপ্রীত বুমরাহের বলে চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকে আর কিপিং করতে না নামলেও, প্রথম ইনিংসে ব্যাট করেছিলেন। তার থেকেও বড় কথা ৭৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছিলেন টিম ইন্ডিয়াকে। কিন্তু, দ্বিতীয় ইনিংসে তিনি কার্যত হাত নাড়াতেই পারছিলেন না। অবশেষে জোফ্রা আর্চারের বলে ক্লিন বোল্ড হয়ে যান ঋষভ (৯)।
IND vs ENG 3rd Test: লর্ডস টেস্টের মাঝেই বিরাট ধাক্কা! আগ্রাসনের চরম খেসারত দিলেন সিরাজ
এই চোট সামলাতে না সামলাতে আরও বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। এবার বিদায়ের পালা কেএল রাহুলের। ব্রিটিশ অধিনায়কের বলে রাহুল (৩৯) LBW হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। মাত্র ১০ রানের মধ্যে ফিরে যায় ভারতীয় সমর্থকদের ভরসার এই দুই বড় স্তম্ভ। রবিবার (১৩ জুলাই) যে ওয়াশিংটন সুন্দর দাবি করেছিলেন, লাঞ্চের মধ্যে ভারত জয়লাভ করবে, তিনি তো রানের খাতাই খুলতে পারলেন না। আর্চারের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরে যেতে হয়। শেষবেলায় টিম ইন্ডিয়াকে বেশ খানিকটা অক্সিজেন দিয়েছিল জাদেজা-নীতিশ জুটি। কিন্তু, টিম ইন্ডিয়ার জয়ের জন্য তা একেবারেই যথেষ্ট ছিল না।
১৩ রান করে ফিরে গেলেন নীতিশ কুমার রেড্ডি। এরপর ইংল্যান্ডের কাছে জয় ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এই মৃতপ্রায় ম্য়াচেও রবীন্দ্র জাদেজা যেভাবে লড়াই করে গেলেন, তা সত্যিই প্রশংনীয়। বুমরাহের সঙ্গে ৩৫ রানের একটা পার্টনারশিপও গড়ে তোলেন তিনি। শেষপর্যন্ত শোয়েব বশীরের বলে দূর্ভগ্যজনকভাবে বোল্ড হয়ে যান মহম্মদ সিরাজ (৪)। শেষপর্যন্ত ৬১ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা