/indian-express-bangla/media/media_files/2025/08/20/indian-cricket-team-12-2025-08-20-14-22-14.jpg)
ভারতীয় ক্রিকেট দল
Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে। গত ১৯ অগাস্ট বিসিসিআই-এর নির্বাচক কমিটি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ভারতীয় টি-২০ ক্রিকেট দলে কামব্যাক করেছেন শুভমান গিল (Shubman Gill)। সেইসঙ্গে তাঁকে এই দলের সহ অধিনায়কও নির্বাচন করা হয়েছে। এই মাল্টি নেশন টুর্নামেন্টে সূর্যের ডেপুটি হিসেবে তিনি কাজ করবেন। কিন্তু, আপনারা কি জানেন যে শুভমান গিলের আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? আসুন, এই ব্যাপারে আলোচনা করা যাক।
Asia Cup 2025: এশিয়া কাপের দল ঘোষণা করল টিম ইন্ডিয়া, বাদ পড়লেন এই ৫ ক্রিকেটার!
শুভমানের আগে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল
এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়া চলতি বছর ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টি-২০ সিরিজ খেলতে নেমেছিল। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। শুভমানের আগে অক্ষরই ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ছিলেন। কিন্তু, ২০২৫ এশিয়া কাপে অক্ষর শুধুমাত্র একজন ক্রিকেটার হিসেবেই মাঠে নামবেন। ২০২৫ এশিয়া কাপ টুর্নামেন্ট টি-২০ ফরম্য়াটে খেলা হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অক্ষর প্যাটেল ভারতের হয়ে তিনটে ফরম্য়াট মিলিয়ে মোট ১৫৩ ম্য়াচ খেলেছেন।
Shubman Gill: শুভমানকে ফেরাতেই 'বলির পাঁঠা' হচ্ছেন এই ক্রিকেটার? বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন
অক্ষর প্যাটেলকে নিয়ে টুইট করেছেন মহম্মদ কাইফও
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। কী কারণে অক্ষর প্যাটেলকে সহ অধিনায়কের পদ থেকে সরানো হল, সেই ব্যাপারে জানতে চেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডল এক্স-য়ে একটি টুইট করে কাইফ লিখেছেন, 'আমার মনে হয় অক্ষর প্যাটেলকে যে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হবে, তা হয়ত আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। আশা করব, সাংবাদিক বৈঠক থেকে ও এই ব্যাপারটা জানতে পারেনি। অক্ষর প্যাটেল তো কোনও ভুল করেনি। আর তাই ওকে কেন সরানো হল, তা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত।'
I hope Axar Patel was informed about his removal from vice-captaincy in advance and he didn't come to know about it from the press conference. Axar did no wrong so he deserves an explanation. @akshar2026
— Mohammad Kaif (@MohammadKaif) August 19, 2025
আন্তর্জাতিক ক্রিকেটে অক্ষর প্যাটেলের পরিসংখ্যান
ইংল্যান্ডের বিরুদ্ধে গত টি-২০ সিরিজে অক্ষর প্যাটেল যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন। যদিও ব্যাট হাতে তিনি খুব একটা বেশি সুযোগ পাননি। ওই সিরিজে অক্ষর পাঁচ ম্য়াচে ১৬.৫ গড়ে মোট ৬ উইকেট শিকার করেছিলেন। ভারতের হয়ে অক্ষর এখনও পর্যন্ত ৭১ টি-২০ ম্য়াচ খেলেছেন। ২২.১২ গড়ে তিনি মোট ৭১ উইকেট শিকার করেন। এর পাশাপাশি ৬৮ ওয়ানডে ম্য়াচে ৭২ এবং ১৪ টেস্ট ম্য়াচে মোট ৫৫ উইকেট শিকার করেছেন।