Advertisment

ইংল্যান্ডের মাটিতেই অভিষেকের মুখে বাংলার তারকা! কোহলির দল চমকে দেওয়ার অপেক্ষায়

শুভমান গিল মারাত্মক চোটের কবলে। ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলে তাঁর জায়গায় জাতীয় দলে সুযোগ পেতে পারেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টিম ইন্ডিয়া (ফাইল চিত্র)

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরুর আগেই ভারতীয় দলে খারাপ খবর। চোট পেয়ে সম্ভবত গোটা সিরিজ থেকেই ছিটকে যাচ্ছেন তারকা ওপেনার শুভমান গিল। গিলের বদলে ভারতের প্রধান স্কোয়াডে ঢুকে পড়তে পারেন বাংলার তারকা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। যিনি জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন স্ট্যান্ড বাই হিসাবে।

Advertisment

অগাস্টের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ। সেই সিরিজের আগে অস্ত্রোপচার করা হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। পিটিআই-কে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে একমাস বাকি থাকলেও শুভমান গিল চোটের কারণে ছিটকে যেতে পারেন। আমরা জানতে পেরেছি, চোট বেশ গুরুতর।"

আরো পড়ুন: আইপিএলের তিন দিন পরেই বিশ্বকাপ! সৌরভদের আপডেট কনফার্ম করল আইসিসি

শোনা যাচ্ছে, পাঞ্জাবের তরুণ তুর্কি কাফ মাসল অথবা হ্যামস্ট্রিংয়ের পেশী ছিঁড়ে ফেলেছেন। যা সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন। তবে কীভাবে, কখন শুভমান চোট পেয়েছেন, তা এখনো পরিষ্কার নয়। জানা যাচ্ছে, আপাতত শুভমান ইংল্যান্ডেই থাকবেন। সেখানে গিলের অবস্থা মনিটর করবেন ফিজিও নীতিন প্যাটেল, এবং স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ সহুম দেশাই। পাঁচ টেস্টের সিরিজ হওয়ায় অনেকে আবার আশাবাদী চোট সারিয়ে সিরিজের শেষের দিকে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন তিনি।

চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়া সফরের অন্যতম হিরো হয়ে উঠেছিলেন শুভমান। তবে সাম্প্রতিক সময়ে একেবারেই ফর্মে নেই তারকা ওপেনার। টানা চার ম্যাচে একটাও হাফসেঞ্চুরি করতে পারেননি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের পেসারদের সিম এবং সুইংয়ের সামনে অসহায় দেখিয়েছে তাঁকে।

আরো পড়ুন: ভারতকে হারানো ম্যাচের সেই জার্সি এবার মহৎ কাজে! সাউদির কীর্তিতে হৃদয় জয় আবারও

শুভমান গিল ছিটকে গেলে জাতীয় দলে ওপেনার হিসাবে রোহিতের সঙ্গে দেখা যেতে পারে হনুমা বিহারি অথবা মায়াঙ্ক আগারওয়ালকে। আর যদি সরকারিভাবে গিল ছিটকে যান, তাহলে বাংলার অভিমন্যু ঈশ্বরণ স্ট্যান্ড বাই থেকে সরাসরি মূল দলে ঢুকে পড়বেন।

ঘরোয়া ক্রিকেটে বাংলার জার্সিতে ধারাবাহিকভাবে ভাল খেলা ঈশ্বরণ অনেকদিন ই জাতীয় নির্বাচকদের নজরে ছিলেন। এবার টিম ইন্ডিয়ার স্কোয়াডে ঢুকে পড়লে প্রথম একাদশে সুযোগ পাওয়ার বিষয়ে আরো একধাপ এগোবেন তিনি।

আর তখন কে বলতে পারে অস্ট্রেলিয়া সফরে নটরাজনের মত বাংলার অভিমন্যুও ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটিয়ে ফেলবেন না!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Test cricket Cricket News Indian Cricket Team Sports News
Advertisment