Greg Chappell and Mohammed Siraj: মহম্মদ সিরাজ ২০২৫ সালের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে যেভাবে ভারতের বোলিং ইউনিটকে নেতৃত্ব দিয়েছেন, তাতে বিশ্বখ্যাত কোচ পর্যন্ত মুগ্ধ। এই ব্যাপারে এক বিশ্বখ্যাত কোচের মতে, 'বুমরা থাকুক বা না থাকুক, সিরাজ এখন ভারতীয় বোলিংয়ের নেতা হতে তৈরি।' সিরিজের প্রতিটি টেস্টে ভারতের লড়াইয়ে মূল অবদান ছিল সিরাজের বোলিং-এর।
প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক গ্রেগ চ্যাপেল ইএসপিএনক্রিকইনফোতে তাঁর কলামে লিখেছেন, 'সিরিজে অনেক ভালো ব্যাটিং পারফরম্যান্স থাকলেও সিরাজই ছিলেন প্রতিযোগিতায় ভারতের মূল শক্তি। তিনি শুধু সর্বোচ্চ উইকেট শিকারিই নন, সবচেয়ে বেশি ওভার বোলিং করার কৃতিত্বও তাঁর। চূড়ান্ত পঞ্চম টেস্টে তাঁর পারফরম্যান্স ভারতের জয়ের জন্য ছিল গুরুত্বপূর্ণ। ওভালে প্রথম ইনিংসে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি শেষ উইকেটটি তুলে নিয়ে সিরাজ ভারতের ঐতিহাসিক জয় নিশ্চিত করেছেন।'
আরও পড়ুন- ঠাকুরবাড়ির দুই রত্ন! রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিরকালীন সুতোয় বেঁধে রেখেছে ৭ আগস্ট
সিরাজের পারফরম্যান্স বিশ্লেষণ
সিরিজে ভারত যে দুটি ম্যাচ জিতেছে, দুটিতেই জসপ্রীত বুমরাহ খেলতে পারেননি। কিন্তু সিরাজ নিজের দক্ষতায় সেই ঘাটতি পূরণ করেছেন। প্রথম টেস্টে এজবাস্টনে সিরাজ ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরান। পুরো সিরিজজুড়ে তিনি ১৮৫ ওভারেরও বেশি বল করেছেন। যা কেবল শারীরিকই নয়, মানসিক এবং আবেগগত দিক থেকেও এক বিশাল চ্যালেঞ্জ। এই ব্যাপারে গ্রেগ চ্যাপেল বলেন, 'যে কোনও বোলারের জন্য ধারাবাহিকভাবে পাঁচটি টেস্টে এমন পারফরম্যান্স করাটা বীরত্বের ব্যাপার।'
আরও পড়ুন- জন্মাষ্টমীর আগেই রাজযোগ! এই ৩ রাশির ভাগ্য খুলে দিতে চলেছেন গ্রহরাজ শনিদেব
ওভাল টেস্ট: ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়
চ্যাপেল ওভালে ভারতের জয়কে ১৯৭২ সালে ইয়ান চ্যাপেলের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ইংল্যান্ড জয়ের সঙ্গে তুলনা করেছেন। সেসময় অস্ট্রেলিয়া ছিল এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া দল। অনেক সিনিয়র খেলোয়াড় অবসর নিয়েছিলেন। সেই দলের তরুণ সদস্য ডেনিস লিলি, তাঁর পারফরম্যান্সের মধ্যে দিয়ে ফাস্ট-বোলিং যুগের সূচনা করেছিলেন। একইভাবে, ২০২৫ সালের ভারতীয় দল খেলেছে রোহিত শর্মা, বিরাট কোহলি ও অশ্বিনকে ছাড়াই। কিন্তু যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁরা নিজেদের প্রমাণ করেছেন। অধিনায়ক হিসেবে শুভমান গিল তাঁর শান্ত স্বভাবের নেতৃত্ব এবং দৃঢ়তায় সবার মন জিতে নিয়েছেন।
আরও পড়ুন- ২০০ টাকার কমে বাজার তোলপাড় করা প্ল্যান Jio এর, অফার জানলে মন আনন্দে নেচে উঠবে
সিরিজ ড্র হলেও জয় ভারতের মানসিকতায়
অবশ্যই সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছে, কিন্তু ভারতীয় দলের মানসিকতা এবং ভবিষ্যতের সম্ভাবনা নতুন উচ্চতায় পৌঁছেছে। মহম্মদ সিরাজের নেতৃত্বে বোলিং আক্রমণ যেমন ধ্বংসাত্মক ছিল, তেমনই পুরো টিম স্পিরিট ছিল দারুণ। এই ভারতীয় দল আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত। এমনটাই মনে করছেন চ্যাপেল।
আরও পড়ুন- আরও সঞ্চয়ী হোন, খরচা করুন তবে লক্ষ্য ঠিক করে, উদ্বেগ দূর করুন
সিরিজে মহম্মদ সিরাজ তাঁর পারফরম্যান্সের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তিনিই ভারতের নতুন পেস আক্রমণের মুখ। বুমরাহের পাশে বা বুমরাহকে ছাড়াও তিনি দলের বোলিং আক্রমণ সামলাতে তৈরি। সিরিজে সিরাজের নির্ভরযোগ্যতা, আত্মনিবেদন এবং আগ্রাসন আগামী দিনের জন্য ভারতকে এগিয়ে রাখবে। এমনটাই মনে করছেন 'গুরু' গ্রেগ।