Unlimited Recharge Plan: ২০০ টাকার কমে বাজার তোলপাড় করা প্ল্যান Jio এর, অফার জানলে মন আনন্দে নেচে উঠবে

Unlimited Recharge Plan: মাত্র ১৮৯ টাকায় আনলিমিটেড কলিং, ২ জিবি ডেটা ও OTT অ্যাক্সেস দিচ্ছে জিও। এই সস্তা রিচার্জ প্ল্যানে আরও কী সুবিধা পাবেন, জেনে নিন বিস্তারিত।

Unlimited Recharge Plan: মাত্র ১৮৯ টাকায় আনলিমিটেড কলিং, ২ জিবি ডেটা ও OTT অ্যাক্সেস দিচ্ছে জিও। এই সস্তা রিচার্জ প্ল্যানে আরও কী সুবিধা পাবেন, জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Tech Desk
New Update
Unlimited Recharge Plan

Unlimited Recharge Plan: জিওর সস্তা রিচার্জ প্ল্যান।

Unlimited Recharge Plan: গোটা মাসে আনলিমিটেড কলিং-সহ একগুচ্ছ সুবিধা ২০০ টাকারও কম দামে দিচ্ছে জিও। সংস্থাটি লো বাজেটে দুর্দান্ত রিচার্জ প্ল্যান অফার করেছে। জিওর ওয়েবসাইটে এই রিচার্জটি  অ্যাফোর্ডেবল প্ল্যান হিসেবে নথিভুক্ত রয়েছে। কম দামেই সংস্থাটি দিচ্ছে আইলিমিটেড কলিং, ডেটা এবং ওটিটি (OTT)-র মত সুবিধা। চলুন দেখে নেওয়া যাক, জিও (Jio)-র ২০০ টাকা কম দামে কী কী রিচার্জ প্ল্যান পাওয়া যাচ্ছে?

Advertisment

জিওর ২০০ টাকার রিচার্জ প্ল্যান

জিও তার গ্রাহকদের সস্তায় রিচার্জের সুবিধা দিচ্ছে। এই প্ল্যানে খরচ হবে ১৮৯ টাকা। এতে কোম্পানি আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবে। সঙ্গে এই প্ল্যানে ২জিবি হাইস্পিড ডেটা মিলবে। এসএমএস পাওয়া যাবে ১০০টি। রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি থাকছে ২৮ দিনের। যার অর্থ হল, গ্রাহকরা ২৮ দিন পর্যন্ত এই রিচার্জেই যে কোনও নেটওয়ার্কে মন খুলে কথা বলতে পারবেন। যে গ্রাহকরা কলিং পরিষেবা-সহ রিচার্জ খোঁজেন, তাঁদের জন্য এই প্ল্যানটি ভালো। 

Advertisment

আরও পড়ুন- অ্যাডভেঞ্চার ভালোবাসেন? এই স্পোর্টস বাইকগুলি হোক ভ্রমণে আপনার সেরা পার্টনার

এবং

আরও পড়ুন- ৯ আগস্ট গজলক্ষ্মী যোগে রাখিবন্ধন, ভাই-বোনের পবিত্র বন্ধনের এই মহোৎসবের তাৎপর্য কী?

অন্যান্য সংস্থাগুলোর অফার

শুধু তাই নয়, কোম্পানির এই রিচার্জ প্ল্যানেই গ্রাহকরা পাবেন জিও টিভি, জিও ক্লাউডের সুবিধা। তবে, ডেট শেষ হয়ে যাওয়ার পর ডেটা স্পিড কমে 64kbps হয়ে যাবে। তবে, শুধু জিও নয়। জিও-র সঙ্গে টেক্কা দিতে বিএসএনএল (BSNL), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)-র মত সব সংস্থাই ২০০ টাকার কম দামে রিচার্জ প্ল্যানের অফার দিচ্ছে। 

আরও পড়ুন- একটি আধার কার্ডে কয়টি সিম কার্ড কিনতে পারবেন,জেনে নিন নিয়ম কী বলে?

এবং

আরও পড়ুন- অবশেষে জলের দরে স্মার্টফোন, স্মার্টওয়াচ, চার্জার, হেডফোন, Nothing-এর Independence-সেলে অফারের বন্যা

বর্তমানে গ্রাহকের সংখ্যা বৃদ্ধি করতে উঠেপড়ে লেগেছে বিভিন্ন মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে জিও, এয়ারটেল, ভোডাফোন এবং বিএসএনএল। তার মধ্যে বিএসএনএল প্রথমে একটু পিছিয়ে পড়লেও এবার তারাও গ্রাহকের সংখ্যা বাড়াতে উঠেপড়ে লেগেছে। আর, সেই কারণেই নানা প্ল্যান বাজারে আনছে। 

২০০ টাকার নীচে এত সুবিধা এতদিন প্ল্যানগুলোতে অমিল ছিল। ফলে, এই সব প্ল্যান যে গ্রাহকদের বিরাট সুবিধা দেবে, সে ব্যাপারে সংস্থাগুলো নিশ্চিত।

plan recharge Unlimited