Advertisment

স্মৃতি মন্ধনাকে নিয়েই আইসিসি বছরের সেরা ওয়ানডে ও টি-২০ দল করল

মঙ্গলবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা স্মৃতিকে নিয়েই বছরের সেরা ওয়ানডে ও টি-২০ দল বেছে নিয়েছে। টিম ইন্ডিয়ার ওপেনারের নাম জ্বলজ্বল করছে দুই ফর্ম্য়াটেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Smriti Mandhana in ICC women’s ODI and T20 teams of 2019

স্মৃতি মন্ধনাকে নিয়েই আইসিসি বছরের সেরা ওয়ানডে ও টি-২০ দল করল (ছবি-স্মৃতি মন্ধনার টুইটার থেকে)

গতবছরের শেষ দিনে দুরন্ত খবর পেয়েছিলেন স্মৃতি মন্ধনা। আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি ওয়ানডে ফর্ম্যাটেও সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

Advertisment

চলতি বছরের শেষেও সুখবর পেলেন ভারতের স্টার ক্রিকেটার। মঙ্গলবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা স্মৃতিকে নিয়েই বছরের সেরা ওয়ানডে ও টি-২০ দল বেছে নিয়েছে। টিম ইন্ডিয়ার ওপেনারের নাম জ্বলজ্বল করছে দুই ফর্ম্য়াটেই।

আরও পড়ুন-আইসিসি-র বর্ষসেরা হলেন স্মৃতি মন্ধনা

২৩ বছরের স্মৃতি ৫১টি ওয়ানডে ও ৬৬টি টি-২০ খেলেছেন দেশের হয়ে। কয়েকটি টেস্ট ম্য়াচও খেলেছেন তিনি। ওয়ানডে ও টি-২০ মিলিয়ে তাঁর রয়েছে ৩৪৭৬ রান।

আরও পড়ুন-উইজডেনে বিরাটের ‘ডাবল’, সেরার সেরা স্মৃতি মন্ধনা

শুধু স্মৃতিই নন ঝুলন গোস্বামী, পুণম যাদব ও শিখা পাণ্ডেও জায়গা করে নিয়েছেন ওয়ানডে দলে। অলরাউন্ডার দীপ্তি শর্মা ও রাধা যাদব রয়েছেন ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের সেরা একাদশে।

দেখতে গেলে এবার অস্ট্রেলিয়া ক্রিকেটাররাই বর্ষসেরায় বাজিমাত করেছেন। অজি ক্য়াপ্টেন মেগ ল্য়ানিংকেই আইসিসি দুই ফর্ম্য়াটের ক্য়াপ্টেন হিসাবে বেছে নিয়েছে। অন্য়দিকে এলিস পেরি বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পাশাপাশি সেরা ওয়ানডে খেলোয়াড় হিসাবেও নির্বাচিত হয়েছেন। অজি ক্রিকেটার অ্য়ালিসা হিলি হয়েছেন বছরের সেরা টি-২০ ক্রিকেটার।

Read full story in English

Women Cricket BCCI
Advertisment