Advertisment

সৌরভ-শাহের মাস্টারস্ট্রোকে ভারতের কোচ দ্রাবিড়! IPL ফাইনালের দিনেই চূড়ান্ত বোলিং কোচও

দ্রাবিড়কে রাজি করিয়ে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ। বোলিং কোচ হচ্ছেন পরশ মামব্রে। বিশ্বকাপের পরে ভারতের কোচিং স্টাফ পুরোপুরি বদলে যাচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএল ফাইনালের দিনেই ভারতীয় ক্রিকেটে বড়সড় আপডেট। ২০২৩ সাল পর্যন্ত জাতীয় দলের কোচ হতে সম্মত হয়েছেন রাহুল দ্রাবিড়। দুবাইয়েই ভারতীয় ক্রিকেটের বড়সড় যুগ সন্ধিক্ষণের সাক্ষী থাকল। জানা গিয়েছে, আইপিএলে ফাইনাল চলাকালীন দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসেন বোর্ড সচিব জয় শাহ এবং সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisment

টাইমস অফ ইন্ডিয়া-কে বোর্ডের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, "ভারতের পরবর্তী কোচ হতে রাজি হয়েছেন দ্রাবিড়। খুব শীঘ্রই এনসিএ হেড হিসাবে সরে দাঁড়াবেন।"

আরও পড়ুন: KKR-কে জেতাতে শেষ অস্ত্র প্রয়োগ কোচ ম্যাককুলামের, দেখুন গায়ে কাঁটা দেওয়া ভিডিও

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দ্রাবিড় ঘনিষ্ঠ পরশ মামব্রে ভারতের বোলিং কোচ হতে চলেছেন। তিনি বর্তমান বোলিং কোচ ভরত অরুণের স্থলভিষিক্ত হচ্ছেন। তবে ফিল্ডিং কোচ আর শ্রীধরের জায়গায় কে আসছেন, তা এখনও ঠিক হয়নি।

সরকারিভাবে বোর্ডের তরফে এখনও কোচ নিয়োগের বিজ্ঞপ্তি না দেওয়া হলেও বেশ কিছুদিন ধরেই বোর্ড কোচ নিয়োগের বিষয়ে সক্রিয়। জানা গিয়েছে, চলতি সপ্তাহে কোচ নিয়োগের জন্য সরকারিভাবে বিজ্ঞপ্তি দেওয়া হবে। তারপরে দ্রাবিড় সহ বাকি কোচিং স্টাফের নিয়োগ সরকারিভাবে ঘোষণা করা হবে। ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে অবশ্য সরানো হচ্ছে না। তিনি ব্যাটিং কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে থাকছেন।

আরও পড়ুন: KKR ম্যাচে ফাইনালে নামলেই ‘ট্রিপল সেঞ্চুরি’ ধোনির! শুক্রবার রেকর্ডের বন্যায় ভাসবেন মহাতারকা

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্রেফ একটা সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন কোচ নয়, বরং দু-বছরের জন্য ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন দ্রাবিড়। দ্রাবিড়ের বেতন হতে চলেছে ১০ কোটি টাকা।

বোর্ডের সূত্র টাইমস অফ ইন্ডিয়া-কে জানিয়েছেন, "গত সপ্তাহেই এনসিএ প্রধান হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছিলেন দ্রাবিড়। তবে বোর্ড বরাবরই জাতীয় দলের জন্য হেভিওয়েট নামের সন্ধানে ছিল। দ্রাবিড়ের হাতেই ভারতের পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা তৈরি হয়েছে। এমনকি দ্রাবিড়ের মতই ভারতের উঠতি ক্রিকেটারদের হাতের তালুর মত চেনেন মামব্রে। তাই শাহ এবং সৌরভ দুজনেই চেয়েছিল দ্রাবিড়-মামব্রে দুজনেই যাতে জাতীয় দলের সঙ্গে যুক্ত হন। ওয়ার্ল্ড কাপের পরে নিউজিল্যান্ড সিরিজ থেকে সিনিয়র জাতীয় দলের দায়িত্ব নেবেন দ্রাবিড়-মামব্রে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Sourav Ganguly Rahul Dravid
Advertisment