Sourav Ganguly and Anubrata Mondal: অনুব্রতর কাছের লোক সৌরভ! বিতর্ক বাড়তেই বিরাট মন্তব্য মহারাজের

Sourav Ganguly News: কয়েকদিন আগে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে একই মঞ্চে দেখতে পাওয়া গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল। অবশেষে যাবতীয় সমালোচনার জবাব দিলেন মহারাজ।

Sourav Ganguly News: কয়েকদিন আগে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে একই মঞ্চে দেখতে পাওয়া গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল। অবশেষে যাবতীয় সমালোচনার জবাব দিলেন মহারাজ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly and Anubrata Mondal

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল

Sourav Ganguly Anubrata Mondal: কয়েকদিন আগের ঘটনা। একই মঞ্চে দেখতে পাওয়া গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। বিষয়টি নিয়ে যথেষ্ট জলঘোলা হয়। অনেকে তো আবার বলতে শুরু করেছিলেন যে সৌরভ-অনুব্রত ঘনিষ্ঠতা নাকি ক্রমশ বাড়তে শুরু করেছে। অবশেষে শনিবার (৩১ মে) একটি অনুষ্ঠানে সৌরভকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। জবাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, এমন প্রশ্নের কোনও উত্তর তাঁর কাছে নেই।

Advertisment

কী বললেন সৌরভ, পড়ুন বিস্তারিত...

সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে কী এমন দরকার পড়ল যে অনুব্রত মণ্ডলের সঙ্গে স্টেজ শেয়ার করতে হল? জবাব দেওয়ার আগে সৌরভ খানিক হেসে বলেন, 'আমার সঙ্গে যে স্টেজ শেয়ার করে, তারই কি দরকার পড়ে? একেবারেই পড়ে না। আমি একজন জনপ্রতিনিধি। উনিও তাই। এমন তো আরও অনেকেই রয়েছেন। ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। স্টেজ শেয়ার করলে কী হয়েছে? আমি সবরকম মানুষের সঙ্গেই স্টেজ শেয়ার করি।'

Advertisment

Anubrata Mondal: IC-কে যাচ্ছেতাই ভাষায় গালাগালি, ফের খবরের শিরোনামে অনুব্রত মণ্ডল

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আসলে অন্যেরা তাঁদের রাজনৈতিক আঙিনায় আমাকে জড়িয়ে ফেলে। আমি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি যে কোনও মানুষের সঙ্গেই স্টেজ শেয়ার করতে পারি। আর আগামীদিনেও সেটা করব। আমার কিছু দেওয়ার নেই, কিছু পাওয়ারও নেই। এখানেও তো কত লোকের সঙ্গেই আমি রয়েছি। আমি একজন পাবলিক ফিগার। ফলে এটা কোনও ব্যাপার নয়।'

Sourav and Anubrata

এরপর বিষয়টা নিয়ে সৌরভকে আরও কয়েকটি প্রশ্ন করতে গিয়েছিলেন সাংবাদিকরা। কিন্তু, প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সেই প্রশ্নের জবাব দেননি। বরং তিনি উল্টে বলেন, 'কত লোকজনের সঙ্গেই তো আমি মেলামেশা করি। সুতরাং, কে আমাকে কী বলল, তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা আমার নেই। অন্য প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করো। খেলাধুলো নিয়ে প্রশ্ন করো। এই প্রশ্নের জবাব আমার কাছে নেই।'

Anubrata Mondal: দিদি চটেছেন বুঝেই ডিগবাজি কেষ্টর! ক্ষমা চেয়েও তুললেন মারাত্মক অভিযোগ

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল সম্প্রতি একটি মারাত্মক বিতর্কে (Anubrata Mondal Controversy) জড়িয়ে পড়েছেন। তাঁর বিরুদ্ধে বোলপুর থানার আইসি-কে ফোনে হুমকি দেওয়া এবং কুকথা বলার অভিযোগ উঠেছে। সেই অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী, অনুব্রত মণ্ডল প্রকাশ্যে ক্ষমা চাইলেও, পুলিশ তাঁকে তলব করেছে। সুতরাং, তৃণমূলের এককালের এই দাপুটে নেতা আপাতত যে বেশ চাপে রয়েছেন, তা বলা যেতেই পারে।

Sourav Ganguly anubrata mondal