New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/08/sourav-birthday-celebration-2025-07-08-11-04-08.jpg)
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly birthday 2025: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৫৩ বছর বয়সে পা দিলেন। গোটা দেশজুড়ে বইছে শুভেচ্ছার বন্যা। যদিও সৌরভ এবারের জন্মদিনটাও কলকাতায় পালন করছেন। গতকাল রাতে দুবাইয়ে কেক কাটেন।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৫৩ বছর বয়সে পা দিলেন। গোটা দেশজুড়ে বইছে শুভেচ্ছার বন্যা। যদিও সৌরভ এবারের জন্মদিনটাও কলকাতায় পালন করছেন। যদিও গতকাল রাতে তিনি ছিলেন দুবাইয়ে। সেখানেই স্ত্রী ডোনার সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন মহারাজ। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, সৌরভ একটি কালো রংয়ের টি-শার্ট পরে রয়েছেন। কেক কাটার পর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে খাইয়ে দিচ্ছেন তিনি। ভারতীয় ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যে ছবিটিকে ভালবাসায় (লাভ রিয়্যাক্ট) ভরিয়ে দিয়েছেন। কমেন্ট বক্সে বইছে শুভেচ্ছার বন্যাও।
Happy Birthday Sourav Ganguly: আজ বাঙালির ঔদ্ধত্যের জন্মদিন, মহারাজা তোমারে সেলাম
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত এবং ইংল্য়ান্ডের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছেন। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচ চলাকালীন সোনি নেটওয়ার্কের একটি ক্রিকেট বিশ্লেষণী অনুষ্ঠানে সুনীল গাভাসকারের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে পাওয়া যায়। অনেকদিন পর ফের সৌরভকে ক্রিকেট অ্যানালিস্টের ভূমিকায় দেখতে পাওয়া গেল।
যাইহোক, ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান যে কতখানি, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। মহম্মদ আজহারউদ্দিনের জমানায় টিম ইন্ডিয়ার ভাবমূর্তি যেভাবে কলুষিত হয়েছিল, সৌরভ শুধুমাত্র সেটা ধুয়ে-মেজে সাফ করেননি, এক নয়া সাফল্যের শৃঙ্গে তুলে নিয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলে এনেছেন তারকা ক্রিকেটারদের। সেই তালিকায় নাম রয়েছে যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র সেহওয়াগ এবং জাহির খানদের। এমনকী, সৌরভের নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিং ধোনিরও। সব মিলিয়ে সৌরভ যে ভারতীয় ক্রিকেটে এক নবজাগরণ ঘটাতে পেরেছিলেন, তা বলা যেতেই পারে।
4️⃣2️⃣4️⃣ intl. matches
— BCCI (@BCCI) July 8, 2025
1️⃣8️⃣5️⃣7️⃣5️⃣ intl. runs 👌🏻
3️⃣8️⃣ intl. centuries 💯
Here's wishing former #TeamIndia Captain and former BCCI President Sourav Ganguly a very Happy Birthday 👏 🎂 @SGanguly99 pic.twitter.com/xXBwolJF0p
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকেও সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি ছবি পোস্ট করার পাশাপাশি সৌরভের আন্তর্জাতিক ক্রিকেট পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, ৪২৪ আন্তর্জাতিক ম্য়াচে 'প্রিন্স অফ ক্যালকাটা' ১৮,৫৭৫ রান করেছেন। এরমধ্যে ৩৮ শতরান রয়েছে তাঁর ঝুলিতে। সঙ্গে বিসিসিআই আরও লিখেছে, 'টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।'