Sourav Ganguly Birthday: সৌরভের জন্মদিনে শুভেচ্ছা মোদীর দাপুটে মন্ত্রীর, বিজেপিতে যাচ্ছেন মহারাজ?

Sourav Ganguly birthday 2025: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন নিয়ে গোটা দেশজুড়ে আবেগের বন্যা বইছে। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছার বন্যা। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন সকলে।

Sourav Ganguly birthday 2025: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন নিয়ে গোটা দেশজুড়ে আবেগের বন্যা বইছে। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছার বন্যা। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন সকলে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly Birthday (2)

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেটের 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায়ের আজ জন্মদিন। মঙ্গলবার (৮ জুলাই) গোটা দেশজুড়ে বইছে শুভেচ্ছার বন্যা। চলতি বছর সৌরভ ৫৩ বছর বয়সে পা দিয়েছেন। এই বছর কলকাতায় থাকতে না পারলেও, সমর্থকদের আবেগের বাঁধ গতকাল রাত থেকেই ভাঙতে শুরু করেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁরা টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হল কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রী তথা বিজেপি'র (BJP) দাপুটে নেতা নীতিন গড়কড়ির (Nitin Gadkari)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি টুইট করে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Advertisment

কী লিখেছেন নীতিন গড়কড়ি? 

'দেশের প্রাক্তন ক্রিকেটার তথা পদ্ম শ্রী পুরস্কার প্রাপক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি, আজকের এই বিশেষ দিনটা আপনার জীবনে সুখ এবং আনন্দ বহন করবে। সুস্থ থাকুন। আপনার জীবন সমৃদ্ধময় হোক।'

Advertisment

Happy Birthday Sourav Ganguly: আজ বাঙালির ঔদ্ধত্যের জন্মদিন, মহারাজা তোমারে সেলাম

জবাবে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন সৌরভও। তিনি লিখেছেন, 'অনেক ধন্যবাদ নীতিন'জি। আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। সম্মান গ্রহণ করবেন।' এই পোস্টটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সৌরভের কমেন্টে আবার রিপ্লাই করে ভারতীয় ক্রিকেট সমর্থকরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

Sourav Ganguly Birthday 2025: জন্মদিনে কেক কেটে কাকে খাওয়ালেন সৌরভ? নেটপাড়ায় ভাইরাল সেই ছবি

দেখে নিন সেই পোস্ট:

সৌরভের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল যে সাফল্যের এক অনন্য শৃঙ্গ স্পর্শ করেছিল, সেটা আর নতুন করে বলার দরকার নেই। সকলেই একথা একবাক্যে স্বীকার করবেন যে সৌরভই প্রথম টিম ইন্ডিয়ার মধ্যে আগ্রাসী মনোভাব আনতে পেরেছিলেন। বিদেশের মাটিতেও যে টিম ইন্ডিয়া টেস্ট ম্য়াচ জিততে পারে, সেটা প্রমাণ করে দিয়েছিলেন। শুধুমাত্র ক্রিকেটার হিসেবেই নয়, ২২ গজ থেকে অবসর গ্রহণ করার পরও সৌরভের জনপ্রিয়তা আপাতত আকাশছোঁয়া। আর সেকারণেই টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়কের জন্মদিনের আবেগের বাঁধ ভাঙতে শুরু করেছে।

Sourav Ganguly Nitin Gadkari Indian Cricket Team