Advertisment

সরকারি ভাবে বিসিসিআই সভাপতি হলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়

প্রতীক্ষার অবসান। সরকারি ভাবে বিসিসিআই-এর নয়া প্রেসিডেন্ট হলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বুধবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly was elected as the 39th BCCI president

সরকারি ভাবে বিসিসিআই প্রেসিডেন্ট হলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (ছবি-টুইটার/বিসিসিআই)

প্রতীক্ষার অবসান। সরকারি ভাবে বিসিসিআই-এর নয়া প্রেসিডেন্ট হলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বুধবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

Advertisment

বিসিসিআই-এর ৩৯ তম ও প্রেসিডেন্ট হলেন তিনি।  পাশাপাশি সৌরভ দ্বিতীয় ভারত অধিনায়ক হিসাবে এই পদে এলেন। বিসিসিআই টুইট করে সৌরভের নয়া ইনিংসের ছবি পোস্ট করেছে। আগামী ন'মাস এখন ভারতীয় ক্রিকেটের মসনদে থাকবেন সৌরভ।

আরও পড়ুন: প্রেসিডেন্ট সৌরভের থেকে ভাল ইনিংসের অপেক্ষায় শচীন

গতকালই এসএ বোবদে এবং এল নাগাশ্বর রাওয়ের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, দেশের সর্বোচ্চ আদালত নিযুক্ত প্রশাসকমণ্ডলীর মেয়াদ শেষ হচ্ছে ২৩ তারিখই অর্থাৎ আজ। এরপরেই বোর্ড সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায় দায়িত্ব বুঝে নেবেন।

পাশাপাশি আরও জানিয়ে দেওয়া হয়, সৌরভ দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রাক্তন ক্যাগ বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন প্রশাসকমণ্ডলীর আর কোনও ভূমিকা থাকবে না। ভারতীয় ক্রিকেটের কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না সংশ্লিষ্ট পদাধিকারীরা।

আরও পড়ুন: ‘পথপ্রদর্শক হিসাবে ছাপ রেখে যাওয়ার পক্ষে সৌরভের কাছে ১০ মাসই যথেষ্ট’

গত সপ্তাহে বোর্ডের নাটকীয় মোড়েই বিসিসিআই-এর প্রেসিডেন্ট হওয়া প্রায় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল সৌরভের। প্রথমে ব্রিজেশ প্য়াটেলের নাম ঠিক হলেও পরে জানা যায় সৌরভই বোর্ডের প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চলেছেন। আর বাস্তবে সেটাই হলো।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পুত্র জয় শাহ হলেন বোর্ডের নয়া সচিব। সহসভাপতি পদে দায়িত্ব সামলাবেন মাহিম বর্মা। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ সিং ধামাল হলেন নয়া কোষাধ্য়ক্ষ। কেরলের জয়েশ জর্জ হলেন যুগ্মসচিব।

Read full story in English

India BCCI Sourav Ganguly
Advertisment