/indian-express-bangla/media/media_files/2025/07/28/sourav-ganguly-controversy-2025-07-28-09-57-08.jpg)
Sourav Ganguly Controversy: ভারত-পাক ম্যাচের পক্ষে সওয়াল করে দেশবাসীর রোষে সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly slammed for favouring IND vs PAK match: পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) ভয়াবহ জঙ্গি হামলায় নিহত নিরীহ মানুষদের রক্তের দাগ এখনও শুকায়নি, আর এর মধ্যেই ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়ে গেছে। ইউএই-তে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে (Asia Cup 2025) আগামী ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি হবে। এই ম্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই ক্ষোভের আগুনে আরও ঘি ঢেলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) একটি মন্তব্য।
এই পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সাম্প্রতিক মন্তব্য যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। সৌরভ বলেন, ‘‘আমার এশিয়া কাপে কোনও আপত্তি নেই। খেলা চলতে থাকুক। পহেলগাঁওয়ের মতো ঘটনা না হওয়াই ভাল, কিন্তু খেলা বন্ধ হওয়া উচিত নয়। সন্ত্রাসবাদ বন্ধ হওয়া জরুরি এবং তা থামাতেই হবে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে, তবে খেলা চালু থাকা উচিত।’’
আরও পড়ুন চুুলোয় যাক দেশপ্রেম! 'খেলা চলুক', ভারত-পাক ম্যাচ নিয়ে এ কী বললেন সৌরভ?
#WATCH | Kolkata: On India-Pakistan placed in the same group in the Asia Cup, former Indian cricketer Saurav Ganguly says, "I am okay. The sport must go on. At the same time Pahalgam should not happen, but the sport must go on. Terrorism must not happen; it needs to be stopped.… pic.twitter.com/Qrs17KOKrN
— ANI (@ANI) July 27, 2025
এই মন্তব্যের পর সৌরভের তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যখন পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদে ভারতের নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন, তখন খেলা চালিয়ে যাওয়ার কথা বলা কতটা যুক্তিযুক্ত?
Instagram story of Pakistani cricketer Faheem Ashraf In which it is shown that a Pakistani soldier is applying Sindoor to Mother India😡
— Siddharth (@Siddharth_00001) July 27, 2025
Meanwhile Sourav Ganguly on India-Pakistan in Asia Cup: "I am okay. The sport must go on.
At the same time, Pahalgam should not happen, but… pic.twitter.com/T8Xf5jvWut
অনেক প্রাক্তন ক্রিকেটার এবং সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট কি সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যম হতে পারে, যখন সীমান্তে রক্ত ঝরছে?
আরও পড়ুন ভুয়ো দেশপ্রেম বন্ধ করুক BCCI, ভারত-পাক ম্যাচ নিয়ে ধুয়ে দিলেন পাকিস্তানের তারকা
Shame on you Sourav Ganguly 🤡 pic.twitter.com/JFyMqh33Hp
— Homie (@homelander_yyy) July 27, 2025
ভারত তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে ম্যাচ দিয়ে। বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে।
‘Sports must go on’ - @SGanguly99
— Major Pawan Kumar, Shaurya Chakra (Retd) 🇮🇳 (@major_pawan) July 27, 2025
I pity on Ganguly , inke ghar se koi fauji hota toh saayad ye kabhi nhi bolte #BoycottAsiaCuphttps://t.co/ReaDLUVlBIpic.twitter.com/q5ZUb2ukac
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ইউএই, ওমান
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং
১৯ ম্যাচের এই টুর্নামেন্টে প্রতি দল সর্বোচ্চ ১৭ জন সদস্য নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। ম্যাচগুলি দুবাই ও আবুধাবিতে আয়োজিত হবে।