অধিনায়ক হিসেবে সৌরভের অন্যতম সেরা জয় এসেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে। ভারত রোমহর্ষক জয় ছিনিয়ে নেওয়ার সঙ্গেই সৌরভকে দেখা গিয়েছিল লর্ডসের ব্যালকনিতে জামা খুলে উদ্দাম সেলিব্রেশনে মাততে। সৌরভের সেই জামা খোলার দৃশ্য বতর্মানে ক্রিকেটে আইকনিক মর্যাদা পেয়ে গিয়েছে।
সেই ঘটনারই স্মরণ করলেন এবার অমিতাভ বচ্চন স্বয়ং। কৌন বনেগা ক্রোড়পতি শো-এ। সম্প্রতি সম্প্রচারিত হওয়া একটি এপিসোডে আমন্ত্রিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বীরেন্দ্র শেওয়াগ।
আরও পড়ুন: KBC-তে গিয়ে লাখ লাখ টাকা শেওয়াগ, সৌরভের পকেটে! কীভাবে খরচ, জানালেন নিজেরাই
নিজের সেই আইকনিক জামা খোলার দৃশ্য স্মরণ করেই সৌরভ বলছিলেন, "আমার মেয়ে একবার এই দৃশ্য দেখে আমাকে জিজ্ঞাসা করে কেন আমি এটা করলাম! আমি আন্তর্জাতিক স্তরে ২০ হাজারেরও বেশি রান করেছি। কত কভার ড্রাইভ হাঁকিয়েছি। তবে এখনও সবাই লর্ডসে ব্যালকনি সেলিব্রেশন নিয়ে জিজ্ঞাসা করেন।"
শো-য়ের হোস্ট অমিতাভ বচ্চন সৌরভকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বলে দেন, তাঁর সেই লর্ডস কীর্তিতে গোটা দেশ গর্বিত। তাঁর মত একজন অধিনায়কেরই এমন সেলিব্রেশন শোভা পায়। এরপরেই সৌরভ বিরাট কোহলির প্রসঙ্গ তোলেন। বিগ বি-কে বলে দেন, "বিরাট কোহলিকে কখনও চ্যালেঞ্জ করবেন না। ও জামা না পরেই অক্সফোর্ড স্ট্রিটে চলে যেতে পারে।"
আরও পড়ুন: সৌরভ না ধোনি, সেরার সেরা ক্যাপ্টেন কে! মুখ খুলে মুকুট পরালেন শেওয়াগ
শো চলাকালীন লর্ডসের ব্যালকনি কাণ্ডের সেই ক্লিপিংস দেখানো হয়। সেই সেলিব্রেশনের সময় সৌরভ কী বলেছিলেন, তা-ও জানতে চান বলিউডের সর্বকালের শ্রেষ্ঠ তারকা। সৌরভ অবশ্য প্রকাশ্যে তা খোলসা করেননি। জানিয়ে দেন, একান্তে বচ্চন সাব-কে তা জানাবেন। পাল্টা রসিকতা করে বচ্চন জানান, সৌরভের ঠোঁট নাড়া দেখে অনেকটাই সেই বক্তব্য আন্দাজ করতে পারেন তিনি।
শেওয়াগ আবার খোলসা করে অন্য তথ্য সামনে আনলেন। জানালেন, শচীন, দ্রাবিড়ের মত সিনিয়র তারকারা সৌরভকে জামা খুলতে নিষেধ করেন। যদিও তা কানে তোলেননি মহারাজ। জামা খুলেই ভারতের ঐতিহাসিক জয় সেলিব্রেট করেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন