রাতেনির্বিঘ্নে ঘুমিয়েছেন মহারাজ। তিনি বর্তমানে সুস্থ এবং স্বাভাবিক। রবিবার সকাল পর্যন্ত এমনটাই আপডেট। গতকালই এনজিওপ্ল্যাস্টি হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তারপর তিনি ক্রমে ক্রমে সুস্থ হয়ে উঠছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল হাসপাতালে ভর্তির পরেই তাঁর করোনা টেস্ট করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। রাতে কোনোরকম জ্বর আসেনি। তাঁর শারীরিক অবস্থার উপর তীক্ষ্ণ নজর রাখছেন চিকিৎসকদল। জানা গিয়েছে, তাঁর সমস্ত রকম শারীরিক মাপকাঠি স্বাভাবিক মাত্রায় রয়েছে।
আরো পড়ুন: অসুস্থ সৌরভকে দেখতে হাসপাতালে মমতা, দিদির শরীর কেমন জানতে চাইলেন ‘দাদা’
রবিবার সকালেই হাসপাতাল থেকে মহারাজের মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, শনিবার রাতে হালকা ডিনার করেন তিনি। সৌরভের কোনোরকম জ্বর আসেনি। ঘুম হয়েছে ভালো। পালস রেট ৭০ প্রতি মিনিটে। রক্তচাপের মাত্রা ১১০/৭০। ব্লাড স্যাচুরেশন লেভেল ৯৮। সৌরভকে প্রতি মিনিটে ২ লিটার করে অক্সিজেন দেওয়া হয়েছে।
আরও পড়ুন তিনটে ব্লক সৌরভের ধমনীতে, পারিবারিকভাবেই হৃদরোগের শিকার মহারাজ
শনিবার সকালে বাড়িতে ট্রেডমিলে ছোটার সময় অজ্ঞান হয়ে যান মহাতারকা। তারপরেই হালকা বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডসে যান তিনি। সঙ্গেসঙ্গেই একাধিক পরীক্ষা নিরীক্ষা করে হৃদরোগের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা। সঙ্গেসঙ্গেই হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করে দেওয়া হয়। হৃদপিন্ডের তিনটে ধমনীতেই ব্লক ছিল সৌরভের। গতকালই এনজিওপ্ল্যাস্টি করে একটি ধমনীর ব্লক খুলে দেওয়া হয়। রবিবার বাকি দুই ধমনীর ক্ষেত্রে কী করা উচিত সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন