Advertisment

কুৎসিততম পারফরম্যান্স! কোহলিদের বিশ্বকাপ ব্যর্থতায় বেনজির ক্ষোভ সৌরভের

টি২০ বিশ্বকাপ নিয়ে সৌরভ এবার সরাসরি মুখ খুললেন। বলে দিলেন এটাই গত ৪-৫ বছরে সবথেকে খারাপ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টি২০ বিশ্বকাপে অনেক আশা নিয়ে নেমেছিল ভারত। বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট ছিল ভারত। তবে টুর্নামেন্টে চূড়ান্ত হতাশ করেছে ভারত। সেমিফাইনালেও পৌঁছতে পারেনি ভারত।

Advertisment

পাকিস্তানের বিরুদ্ধে প্ৰথম ম্যাচেই ১০ উইকেটে হেরে টুর্নামেন্ট অভিযান শুরু করেছিল ভারত। বিশ্বকাপের ইতিহাসে এবারই ভারত পাকিস্তানের কাছে হার হজম করেছিল। দ্বিতীয় ম্যাচেও ভারত নিউজিল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হেরে বসে। এরপরে ভারত আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ডকে হারালেও পরের পর্বে উঠতে পারেনি ভারত।

আরও পড়ুন: ইডেনে বোলিংয়ে ভেলকি জয় শাহের! সৌরভ-আজহারদের হারিয়ে বাজিমাত অমিত-পুত্রের

ভারতের বিশ্বকাপের সেই হতশ্রী পারফরম্যান্সের পরে প্ৰথমবার মুখ খুললেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কড়া সমালোচনা করে জানিয়ে দিলেন, গত ৪-৫ বছরে খারাপতম পারফরম্যান্স।

বোরিয়া মজুমদারের 'ব্যাকস্টেজ উইথ বোরিয়া' অনুষ্ঠানে সৌরভ জানিয়ে দিয়েছেন, "সত্যি কথা বলতে ২০১৭, ২০১৯-এ ভারত যথেষ্ট ভাল খেলেছে। ২০১৭-য় চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ওভালে ভারত পাকিস্তানের কাছে হেরেছিল। সেই সময়ে আমি কমেন্টেটর ছিলাম। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে গোটা টুর্নামেন্টেই দুর্ধর্ষ খেলেছিলাম আমরা। শেষমেশ একটা খারাপ পারফরম্যান্সে নিউজিল্যান্ডের কাছে হেরে যেতে হয়েছিল। একটা খারাপ দিনে গোটা মাসের পরিশ্রম বিফলে চলে গিয়েছিল।"

এরপরেই মহারাজের সংযোজন, "তবে এবার ভারত বিশ্বকাপে যা খেলেছিল, তাতে আমি বেশ হতাশ। গত চার-বছরে ভারতের পারফরম্যান্স বিচার করলে এটাই সবথেকে খারাপ।"

আরও পড়ুন: দলে ফিরেই ০ কোহলির! বিতর্কিত সিদ্ধান্তে ফেটে পড়লেন রাগে, দেখুন ভিডিও

সৌরভের ধারণা, ভারত স্বাধীনতার সঙ্গে খেলতে পারেনি। নিজেদের দক্ষতার মাত্র ১৫ শতাংশ প্রকাশ করেছিল টিম ইন্ডিয়া। "কেন জানি না মনে হয়েছে, ভারত খোলা মনে খেলতে পারেনি। বড় টুর্নামেন্টে এমনটা কখনও সখনও এভাবে আটকে যায় দল। পাকিস্তান, নিউজিল্যান্ড ম্যাচে ভারতের পারফরম্যান্স দেখে মনে হয়েছে, নিজেদের ক্ষমতার মাত্র ১৫ শতাংশ খেলেছে ভারত। খুঁজলেও এর কারণ খুঁজে পাওয়া যায় না। কেন যে এমনটা হল।" বলেছেন সৌরভ।

টি২০ ওয়ার্ল্ড কাপের পরে ভারতীয় ক্রিকেটের জমানা বদলে গিয়েছে। কোচ রবি শাস্ত্রীর শেষ টুর্নামেন্ট ছিল এটাই। টি২০-র নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কোহলিও। নয়া অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sourav Ganguly Indian Cricket Team Indian Team
Advertisment