Sourav Ganguly CAB President: মহারাজের প্রত্যাবর্তন! বাংলার ক্রিকেটে সাড়া জাগানো খবর সৌরভকে নিয়ে

Sourav Ganguly returns to CAB: বাংলার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে বসার জন্য নির্বাচনে লড়তে চলেছেন সৌরভ। সেরকম হলে আবার বাংলার ক্রিকেটে 'দাদাগিরি' দেখতে পাওয়া যাবে।

Sourav Ganguly returns to CAB: বাংলার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে বসার জন্য নির্বাচনে লড়তে চলেছেন সৌরভ। সেরকম হলে আবার বাংলার ক্রিকেটে 'দাদাগিরি' দেখতে পাওয়া যাবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly

Sourav Ganguly CAB President 2025: ফের বাংলার ক্রিকেটের মসনদে বসার দৌড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়

CAB presidential race: ফের সিএবি-র (CAB) প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এমনটাই শোনা যাচ্ছে বাংলার ক্রিকেট মহলে কান পাতলে। একটি নামী দৈনিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফের সিএবি-র মসনদে বসার প্রস্তুতি নিচ্ছেন মহারাজ। প্রথমে শোনা যাচ্ছিল, কোনও ডামি প্রার্থী দাঁড়  করিয়ে আড়ালে সিএবি-র ক্ষমতা নিজের হাতে রাখতে পারেন সৌরভ। কিন্তু এবার জানা গিয়েছে, বাংলার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে বসার জন্য নির্বাচনে লড়তে চলেছেন সৌরভ। সেরকম হলে আবার বাংলার ক্রিকেটে 'দাদাগিরি' দেখতে পাওয়া যাবে।

Advertisment

তবে এখন প্রশ্ন হল, তাঁর বিরুদ্ধে কেউ নির্বাচনে দাঁড়াবেন কি না। আদৌ নির্বাচন হবে কি না সেটা নিয়েও প্রশ্ন। জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে সিএবি-তে নতুন কমিটি তৈরি হবে। বর্তমান সিএবি প্রেসিডেন্ট অর্থাৎ সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের মাঝামাঝি সময়। তাঁর ইচ্ছা হলে তিনি প্রেসিডেন্ট পদে থেকেও যেতে পারেন। কিন্তু সিএবি-র অন্দরের খবর, আর প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ করতে চাইছেন না স্নেহাশিস। ভাই সৌরভ প্রেসিডেন্টের চেয়ারে বসতে চাইলে তাতে আপত্তি করবেন না তিনি।

প্রেসিডেন্ট হওয়ার জন্য কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন সৌরভ নিজেও। সিএবি অনুমোদিত প্রত্যেক জেলায় যাচ্ছেন। চন্দননগর, সোদপুর, হাওড়া, বহরমপুরের মতো শহরে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে যাচ্ছেন তিনি। এরপর মালদা, বোলপুরেও যাওয়ার কথা তাঁর। এইসব জেলায় সিএবি-র ভোট রয়েছে। পয়লা বৈশাখের সকালে ময়দানের বিভিন্ন ক্লাবে ঘুরে ভোটের অঙ্ক কষেছেন বলে খবর। এখন নিয়মিত সিএবি-তেও যাচ্ছেন। প্রচুর জনসংযোগ বাড়াচ্ছেন। যা মনে হচ্ছে, নির্বাচনের আগেই সিএবি-র মসনদে বসার সবরকম প্রস্তুতি সেরে রাখছেন সৌরভ।

Advertisment

আরও পড়ুন মহারাজের মহাধামাকা! কোটি কোটি টাকার চুক্তিতে টেলিভিশনে গ্র্যান্ড কামব্যাক

এদিকে, শোনা যাচ্ছে, প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও (Abhishek Dalmiya) আবার প্রেসিডেন্ট পদে ফিরতে চাইছেন। তিনিও নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। তিনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে একসময়ের বন্ধু সৌরভ  বনাম অভিষেকের লড়াই হতে চলেছে সিএবি-তে। 

আরও পড়ুন বড় ঘোষণা ICC-র, গুরুত্বপূর্ণ পদে বসানো হল সৌরভকে

অবশ্য সৌরভের গোষ্ঠী আশাবাদী, প্রাক্তন ভারত অধিনায়ক নিজে প্রেসিডেন্ট পদে দাঁড়ালে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না। অন্য পদের জন্য নির্বাচন হতে পারে। তবে সৌরভ সরাসরি ভোটে জিতে সিএবি-র চেয়ারে ফিরতে চান। যাতে কেউ আগের মতো আঙুল তুলতে না পারে।

Sourav Ganguly Cricket Association Of Bengal cab