Sourav Ganguly: মহারাজের মহাধামাকা! কোটি কোটি টাকার চুক্তিতে টেলিভিশনে গ্র্যান্ড কামব্যাক সৌরভের

Sourav Ganguly Grand Comeback to Television: দাদাগিরির পর একসঙ্গে দুটি শো নিয়ে টেলিভিশনে গ্র্যান্ড কামব্যাক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। নজিরবিহীন ১২৫ কোটির চুক্তিতে কোন দুটি শো নিয়ে আসছেন মহারাজ?

Sourav Ganguly Grand Comeback to Television: দাদাগিরির পর একসঙ্গে দুটি শো নিয়ে টেলিভিশনে গ্র্যান্ড কামব্যাক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। নজিরবিহীন ১২৫ কোটির চুক্তিতে কোন দুটি শো নিয়ে আসছেন মহারাজ?

author-image
Kasturi Kundu
New Update
মহারাজের মহাধামাকা!

মহারাজের জোড়া কামাল

Sourav Ganguly New Show: ক্রিকেটের ২২ গজ পেরিয়ে এখন রুপোলি দুনিয়ায় সৌরভের 'দিদিগিরি' সুপারহিট। সৌরভ সঞ্চালিত এই শোয়ের দশম সিজন শেষ হওয়ার পর মন খারার হয়ে গিয়েছিল শোয়ের দর্শকদের। বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, এবার স্টার জলসায় একটি নয়, একসঙ্গে দুটি শো সঞ্চলনা করবেন মহারাজ। চর্চার মাঝে এই খবরে সিলমোহর দিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। চার বছরের জন্য ১২৫ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। বিগ বস বাংলা ও একটি ক্যুইজ শো সঞ্চালনা করবেন। ২০২৬-এর জুলাই থেকে নয়া অবতারে নতুন শো নিয়ে দর্শকের দরবারে আসবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছরের জুলাই থেকে শুরু হবে শুটিং। সৌরভের সঞ্চালনায় নতুন মোড়কে বিগ বস বাংলা দর্শকের মনোরঞ্জন করবে সে কথা বলাই বাহুল্য। নতুন ক্যুইজ শোয়ের নাম কী হতে চলেছে সেটা অবশ্য এখনও জানা যায়নি। 

Advertisment

প্রসঙ্গত, স্টারের সঙ্গে দীর্ঘ চার বছরের চুক্তি অর্থাৎ এই সময়ে জি বাংলাতে আর দেখা যাবে না সৌরভের কোনও শো। একইসঙ্গে আরও একটি বিষয়ে অবশ্যই আলোকপাত করতে হবে। সেটি হল, বাংলা ইন্ডাস্ট্রিতে সাধারণত এত বড় চুক্তির কথা সচরাচোর শোনা যায় না। মেগার অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে চ্যানেলের যে চুক্তি হয় তার সঙ্গে সৌরভের এই চুক্তির বিস্তর ফারাক রয়েছে। টেলিভিশনে সৌরভের গ্র্যান্ড কামব্যাকের নতুন ইনিংস উপভোগ করতে এখনও একবছরের বেশি সময় সৌরভ ভক্তদের অপেক্ষা করতে হবে। টেলিভিশনের নতুন কাজ নিয়ে খুবই উচ্ছ্বসিত সৌরভ। 

Advertisment

আরও পড়ুন: উত্তমকুমারের থেকে অটোগ্রাফ চেয়েছিলেন শর্মিলা ঠাকুর, তারপর যা হয়েছিল...!! সেই গল্প শুনলে তাজ্জব বনে যাবেন

মহারাজের বক্তব্য, 'মানুষের সঙ্গে যোগাযোগ রাখার অন্যতম জনপ্রিয় মাধ্যম টেলিভিশন। আমাকেও সেই সুযোগটা করে দিয়েছে। স্টার জলসার সঙ্গে নতুনভাবে এই কাজ শুরু করতে চলেছি, খুবই উত্তেজিত। আমার কেরিয়ারের একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দুটি নন ফিকশন শো-এর সঞ্চালক হিসেবে কাজ শুরু করতে চলেছি এটা ভেবেই ভীষণ আনন্দিত। আমি সবসময় ক্রিকেটের ২২ গজের বাইরে গিয়েও মানুষের সঙ্গে যোগাযোগ রাখায় বিশ্বাসী। আর স্টার জলসার সঙ্গে আমার এই নতুন কাজ আমাকে নতুনভাবে দর্শকদের আরও কাছে পৌঁছে দেবে। এটা আমার জীবনের আরও একটা নতুন ইনিংস। এর আগে যেভাবে, যতটা ভালবাসার সঙ্গে আন্তরিকভাবে সঞ্চালনার কাজটা করেছি সেই একই রকম ভালবাসা দিয়ে নতুন কাজটাও করব।'

আরও পড়ুন: মারাত্মক অর্থসংকট! বাসে চেপে লিপস্টিক-নেলপলিস বেচে দিন গুজরাণ, জনপ্রিয় অভিনেতার কষ্টে চোখে জল অনুরাগীদের

Sourav Ganguly Bengali Television reality show