South United FC: চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) প্রথমবার অভিষেক হচ্ছে বেঙ্গালুরুর ফুটবল ক্লাব সাউথ ইউনাইটেড এফসি-র। আর সামনে কলকাতার শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal FC)। আশা করা হচ্ছে, এই দুটো দলের মধ্যে অসম লড়াই দেখতে পাওয়া যাবে। প্রথম ম্য়াচে জয়লাভ করেই ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে যাওয়ার পথটা প্রশস্ত করতে চাইবে। তবে সাউথ ইউনাইটেড এফসি-ও যে সহজে ছেড়ে দেবে না, সেটা ম্য়াচের আগের দিন স্পষ্ট করে দিলেন দলের হেড কোচ এ কাজা মহিনদীন ভাদুসা। তিনি হাবেভাবে বুঝিয়ে দিলেন, বিনা যুদ্ধে নাহি দিবেন সূচাগ্র মেদিনী।
কী বললেন কোচ সাহেব?
যাইহোক ম্য়াচের আগে ভাদুসা বললেন, 'আমরা একেবারে তরুণ দল নিয়ে খেলতে এসেছি। কারণ এই টুর্নামেন্ট প্রচারের আলো পাওয়ার একটা বড় মঞ্চ। এই টুর্নামেন্ট আমাদের পারফরম্য়ান্স বাড়াতে এবং উন্নত করতে সাহায্য করবে। পাশাপাশি শক্তিশালী (ইস্টবেঙ্গল এফসি) দলের বিরুদ্ধে খেললে নিজেদের শক্তি এবং দুর্বলতা ঝালিয়ে নিতে পারব। সবথেকে বড় কথা, এই টুর্নামেন্টে আমরা স্পোর্টসম্য়ানশিপের পরিচয় দিতে চাই। প্রত্যেকটা চ্যালেঞ্জ থেকে শিখতে চাই। আর সর্বোচ্চ স্তরে এই খেলাটাকে মর্যাদা দিতে চাই।'
East Bengal Transfer Update: ডুরান্ডের আগেই চরম দুঃসংবাদ! সমর্থকদের কাঁদিয়ে ইস্টবেঙ্গল ছাড়লেন তারকা ফুটবলার
নজর থাকবে তরুণ ফুটবলারদের উপর
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সাউথ ইউনাইটেড এফসি ইতিপূর্বে বেঙ্গালুরু সুপার ডিভিশনে অংশগ্রহণ করেছে। এছাড়া আই-লিগ ২ টুর্নামেন্টেও তাদের বেশ কয়েকবার দেখতে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে ডুরান্ডের অভিষেক মরশুমে তারা কেমন পারফরম্য়ান্স করে, সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছে। এই দলে অধিকাংশ তরুণ ফুটবলারই অ্যাকাডেমি থেকে উঠে এসেছে। আর প্রথম ম্য়াচেই তারা ভারতীয় ফুটবলের অন্যতম ইতিহাস সমৃদ্ধ দলের বিরুদ্ধে খেলতে নামছে। প্রথম ম্য়াচে নোয়েল এস, ইউহান কুরুভিল্লা, রোয়ান জেমস, তরুণ কুমার এবং হুজাফা আহমেদ দারের পারফরম্য়ান্সের দিকে আলাদা করে নজর থাকবে।
Mohun Bagan Super Giant: বিদেশি ছাড়াই মাঠে নামছে মোহনবাগান? ডুরান্ড কাপ ঘিরে বড় সিদ্ধান্ত সবুজ-মেরুনের
উল্লেখ্য, এশিয়া মহাদেশের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হল এই ডুরান্ড কাপ। ২০২৫ সালে এই ফুটবল প্রতিযোগিতা ১৩৪ বছরে পা দিয়েছে। কলকাতা থেকে মোট চারটে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, মহমেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসি। বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড ম্য়াচ।। তবে তার আগে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের হাতেই উদ্বোধন হবে এই টুর্নামেন্টের।