Advertisment

মেরি কম বনাম নিখাত জারিন যুদ্ধে ইতি, শান্তির দূত হয়ে এলেন কিরেন রিজিজু

বক্সার মেরি কম বনাম নিখাত জারিন 'যুদ্ধ' থামালেন কিরেন রিজিজু। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী শান্তির দূত হয়ে উত্তীর্ণ হলেন টুইটারে। দুই বক্সারেরই ভূয়সী প্রশংসা করলেন তিনি। বললেন মেরি-নিখাত দেশের গর্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
Sports Minister Kiren Rijiju Reacts To Mary Kom-Nikhat Zareen Controversy

মেরি কম বনাম নিখাত জারিন যুদ্ধে ইতি, শান্তির দূত হয়ে এলেন কিরেন রিজিজু

বক্সার মেরি কম বনাম নিখাত জারিন 'যুদ্ধ' থামালেন কিরেন রিজিজু। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী শান্তির দূত হয়ে উত্তীর্ণ হলেন টুইটারে। দুই বক্সারেরই ভূয়সী প্রশংসা করলেন তিনি। বললেন মেরি-নিখাত দেশের গর্ব।

Advertisment

গত শনিবার বহু প্রতীক্ষিত অলিম্পিক ট্রায়ালে মুখোমুখি হয়েছিলেন মেরি-নিখাত জারিন। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী এরিনায় ৫১ কেজি বিভাগে মেরি গুঁড়িয়ে দিয়েছিলেন নিখাতকে। ছ’বারের বিশ্বচ্য়াম্পিয়ন ৯-১ বাউট জিতে অলিম্পিক কোয়ালিফায়ারে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ছাড়পত্র অর্জন করে নেন সেদিন।

আরও পড়ুন-নিখাত জারিনকে হারিয়ে অলিম্পিক কোয়ালিফায়ারে মেরি কম

ম্য়াচের পর মেরিকে করমর্দন করে আলিঙ্গন করতে চেয়েছিলেন নিখাত। কিন্তু নিখাতের ওপর রাগ থেকেই সৌজন্য় দেখাননি মণিপুরি বক্সার। রিংয়ে নিখাতকে কথা বলেছেন মেরি বলেও অভিযোগ ওঠে। মেরি বনাম নিখাত লড়াইটা ম্য়াচের পরেও চলতে থাকে।

সোমবার সংবাদসংস্থা পিটিআই-এর একটি টুইট পোস্ট করে রিজিজু লেখেন," এটা নিয়ে প্রচুর ইস্য়ু তৈরি করা হচ্ছে! মেরি কম একজন কিংবদন্তি। ও যা অর্জন করেছে তা বিশ্ব অ্যামেচার বক্সিংয়ে কেউ করে দেখাতে পারেনি। অন্য়দিকে নিখাত জারিনও দুর্দান্ত বক্সার। মেরি কমে পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাওয়ায় সম্ভাবনা রয়েছে ওর মধ্য়ে। এই দুই বক্সারের জন্য় ভারত গর্বিত।"

আরও পড়ুন-মেরি কম জানালেন কেন তিনি ম্য়াচের পর নিখাত জারিনকে জড়িয়ে ধরেননি

mary kom
Advertisment