Advertisment

ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ খেলার পুরস্কার! লঙ্কান তারকাকে নিচ্ছে কোহলির আরসিবি

ভারতের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তারপরেই এবার আইপিএলে ডাক পেতে চলেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্সের পরেই বড়সড় সুখবর পেতে চলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবিপি লাইভ-এর প্রতিবেদন অনুযায়ী, হাসারাঙ্গাকে দেখা যেতে পারে আরসিবি দলে। করোনার কারণে ভারতে মাঝপথেই ভেস্তে গিয়েছিল আইপিএল। তারপরে আমিরশাহিতে আয়োজিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব।

Advertisment

আরসিবি থেকে আগেই নাম তুলে নিয়েছিলেন অস্ট্রেলীয় স্পিনার আডাম জাম্পা। এবিপি লাইভের দাবি, জাম্পার জায়গাতেই হাসারাঙ্গাকে সই করাতে চলেছে আরসিবি। আইসিসির সাম্প্রতিক ক্রমতালিকা অনুযায়ী, হাসারাঙ্গা বোলারদের মধ্যে দুনম্বরে উঠে এসেছেন।

আরো পড়ুন: রাহানের চোট, বাদ কি পূজারা! প্রথম টেস্টের দল বাছাইয়ে প্রবল সমস্যায় ইন্ডিয়া

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। তিন ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচে ভারতের চারটে উইকেট দখল করেন তিনি। একাই কার্যত ভারতকে হারিয়ে দেশকে সিরিজ উপহার দেন। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরূদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে হাসারাঙ্গার। ওডিআই এবং টি২০-তে তাঁর ঝুলিতে যথাক্রমে ২৫ এবং ৩৩টি।

আরো পড়ুন: শ্রীলঙ্কায় নজর কাড়া তিন তারকা ঢুকতে পারেন বিশ্বকাপে! কোহলির দলে লড়াই তুঙ্গে

ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করার পরেই মুরলিধরণেরও প্রশংসা আদায় করে নেন তিনি। ইএসপিএন ক্রিকইনফো-য় মুরলি বলেছেন, "আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা হাসারাঙ্গার ওপর নজর রাখতে পারে। তবে সমস্যা হল, স্থানীয় ক্রিকেটার হলে প্রথম একাদশে ও হেসেখেলে খেলতে পারে। তবে বিদেশি হওয়ায় ওঁকে দেখতে হবে কোন ফ্র্যাঞ্চাইজিতে বিদেশি স্পিনারের জায়গা খালি রয়েছে। ওঁকে হয়ত যে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনতে পারে। প্রথম একাদশে জায়গা পাওয়া মুশকিল। অনেক ফ্র্যাঞ্চাইজিই বিদেশি স্পিনারদের তুলনায় দেশের স্পিনারদের বাছাই করে।"

আরো পড়ুনকাশ্মীর লিগে খেললেই নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটে! তীব্র হুঁশিয়ারি এবার সৌরভদের

এর আগে হাসারাঙ্গা ক্রিকেট মহলের হৃদয় জিতে নিয়েছিলেন, রাহুল চাহারকে হাসি উপহার দিয়ে। দ্বিতীয় টি২০-তেই গুরুত্বপূর্ণ সময়ে রাহুল চাহারের বলে আউট হয়ে যাওয়ার পরে ভারতীয় তারকা আক্রমণাত্মক সেলিব্রেশনে মেতেছিল। যদিও পাল্টা কিছু বলেননি হাসারাঙ্গা। তিনি রাহুল চাহারকে হেসে বরং দুরন্ত বোলিংয়ের জন্য অভিনন্দন জানান। যা ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নেয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Sri Lanka Cricket News RCB Sports News
Advertisment