Advertisment

৪১ বলে ৬১, ক্রিকেটে ফিরে কী বললেন স্মিথ!

বাইশ গজে প্রত্যাবর্তন করলেন প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভ স্মিথ। গ্লোবাল টি ২০ কানাডা লিগে ৪১ বলে ৬১ করেই স্মরণীয় করলেন ফেরার মঞ্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
Steve Smith

৪১ বলে ৬১, ক্রিকেটে ফিরলেন স্টিভ স্মিথ

প্রায় সকলের অলক্ষ্যেই বাইশ গজে প্রত্যাবর্তন করলেন প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভ স্মিথ। গ্লোবাল টি ২০ কানাডা লিগে ৪১ বলে ৬১ করেই স্মরণীয় করলেন ক্রিকেটে ফেরার মঞ্চ। গত মার্চে স্যান্ড পেপার কাণ্ডে মুখ পুড়িয়ে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১২ মাস নির্বাসিত স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাজা ভোগ করছেন তিনি। এত মাস পর এই প্রথম ঘরোয়া ক্রিকেটের হাত ধরে বাইশ গজে স্মিথ। নেমেই অর্ধ-শতরান হাঁকালেন এই প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার।

Advertisment

আরও পড়ুন: নির্বাসিত স্মিথ ইনস্টাগ্রামে, কী বললেন বল বিকৃতিতে অভিযুক্ত অস্ট্রেলিয় ক্রিকেটার?

গত বৃহস্পতিবার গ্লোবাল টি ২০ কানাডা লিগের শুভারম্ভ হল। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রিস গেইলের ভ্যাংকুভার নাইটস ও ড্যারেন স্যামির টরেন্টো ন্যাশনালস। স্যামির টিমেই খেলছেন স্মিথ। এদিন কিং সিটির ম্যাপল লিফ নর্থ-ওয়েস্ট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল এই দুই দল। এদিন টস জিতে স্যামির দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। গেইলের নাইটসরা নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ২২৭ ( এভিন লুইস, ৫৫ বলে ৯৬, ও আন্দ্রে রাসেল ২০ বলে অপরাজিত ৫৪) তোলে।

জবাবে চার বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় স্যামির ন্যাশনালস। এদিন ন্যাশনালসের দুরন্ত ব্যাটিং করলেন ম্যাচের সেরা অ্যান্টন ডেভিচ। ৪৪ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস খেললেন তিনি। কিন্তু লাইমলাইটে থাকা স্মিথও ঝলসালেন। আটটি চার ও একটি ছয়ের সুবাদে ৪১ বলে ৬১ করলেন অজি ক্রিকেটার।রান করতে পেরে খুশি হয়েছেন স্মিথ। স্বীকারও করে নিলেন যে, অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়েই গিয়েছেন তিনি। বলছেন, “আমি শাস্তি মেনে নিয়েছি। অতীত ভুলে সামনের দিকে তাকাতে চাই। ক্রিকেট খেলাটা আমার রিহ্যাবেরই অংশ। আর এটা করতেই ভালবাসি।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে বল বিকৃত করে অভিযুক্ত হয়েছেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। উল্লেখ্য, তিনজনের কেউই শাস্তি কমানোর আবেদন করেননি। এ বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন স্মিথ। খেলার কথা ছিল ওয়ার্নারেরও। কিন্তু শাস্তির জেরে দুজনের কারোরই আইপিএল খেলা হয়নি। গত মে মাসেই ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ-ওয়ার্নারকে বাইশ গজে ফেরার ছাড়পত্র দিয়েছিল।বল কেলেঙ্কারিতে জড়িয়ে সমস্তরকম ক্রিকটে থেকে এক বছরের জন্য নির্বাসিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন। তাঁদের কিছুটা স্বস্তি দিয়ে জানানো হয়েছিল যে, তাঁরা সেদেশের ক্লাব ক্রিকেটে অংশ নিতে পারবেন।

Steve Smith
Advertisment