চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) গ্রুপ পর্বের ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এবার শুরু হচ্ছে প্লে-অফের মহাসংগ্রাম। আগামী শনিবার (২৯ মার্চ) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) এবং মুম্বই সিটি এফসি-র মধ্য়ে জমাটি লড়াই আয়োজন করা হচ্ছে। দুই লেগের সেমি-ফাইনাল ম্যাচে যে দল জয়লাভ করবে, তারা এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে।
Sunil Chhetri: গোলের সহজতম সুযোগ মিস, মাথা গরম করে মাঠ ছাড়লেন সুনীল! ড্র ভারতের
দুটো দলেই একাধিক ম্যাচজয়ী ফুটবলার রয়েছে। আশা করা হচ্ছে, যে কোনও মুহূর্তে এই ম্যাচের রং বদলে যেতে পারে। তবে শনিবার (২৯ মার্চ) বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি ম্যাচে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা বলা যেতেই পারে। এই ম্যাচে একটি দ্বৈরথের উপরই সকলের নজর থাকবে। আসুন, একবার দেখে নেওয়া যাক।
Sunil Chhetri: সুনীলের প্রত্যাবর্তনে শাপমোচন, ৪৮৯ দিন পর জয়ের সরণীতে টিম ইন্ডিয়া
সুনীল ছেত্রী বনাম মেহতাব সিং
এরমধ্যে সবথেকে আকর্ষণীয় লড়াই হতে চলেছে বেঙ্গালুরু এফসি'র অধিনায়ক-লিডার-লিজেন্ড এবং আইল্যান্ডার ব্রিগেডের তারকা ফুটবলার মেহতাব সিং। চলতি আইএসএল মরশুমে নীল বাহিনীর হয়ে সর্বাধিক ১২ গোল করেছেন সুনীল। মুম্বই সিটির বিরুদ্ধে সুনীল (Sunil Chhetri) ১৯ আইএসএল টুর্নামেন্টে মোট ৯ গোল করেছেন। তবে খাতায়-কলমে আগামী ম্যাচে সুনীল মুম্বইয়ের ত্রাস হয়ে উঠতে পারেন।
Sunil Chhetri farewell match: বিদায়ী ম্যাচে সুনীলের মনে নেই 'অবসর'! কলকাতায় মাঠেই মহাপ্রস্থানে কিংবদন্তি
অন্যদিকে, মুম্বই সিটি এফসি-র ডিফেন্ডার সুনীলের বিরুদ্ধে লিগ পর্যায়ে জোড়া ম্যাচই খেলেছে। আগামী ম্যাচে বেঙ্গালুরুকে আটকানোর জন্য মুম্বইয়ের এই ডিফেন্ডারকে যথেষ্ট লড়াই করতে হবে।
Sunil Chhetri Career Highlights: সুনীলের কেরিয়ারের এই ৫ বাঁক, যা দেশের ফুটবলকে মুড়ে দিয়েছিল সোনায়
আশা করা হচ্ছে, বেঙ্গালুরু আক্রমণভাগের বাঁ-দিকটা সামলাবেন সুনীল ছেত্রী। ভারতের এই কিংবদন্তীকে আটকানোর দায়িত্ব আরও একবার পাবেন মেহতাব সিং। কিন্তু, নীলবাহিনীর অধিনায়ক এই ম্যাচের হৃদপিন্ড হয়ে উঠতে পারেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সুনীল এই ম্যাচে ফ্লপ হলে বেঙ্গালুরুর পক্ষে সেমিফাইনালে ওঠা বেশ কঠিন হয়ে যাবে।