MBSG vs KBFC: সেকেন্ড টিম নিয়েও সুপার কাপের সেমিফাইনালে মোহনবাগান, সবুজ-মেরুন জার্সিতে উজ্জ্বল সাহাল-সুহেলরা

Mohun Bagan Super Cup 2025: সেরা একাদশ নিয়ে পারেনি ইস্টবেঙ্গল। লজ্জার হারে বিদায় নেয় সুপার কাপ থেকে। সেই কেরালা ব্লাস্টার্সকে দ্বিতীয় সারির দল নিয়ে হারিয়ে বাড়ি পাঠাল মোহনবাগান সুপার জায়ান্টস।

Mohun Bagan Super Cup 2025: সেরা একাদশ নিয়ে পারেনি ইস্টবেঙ্গল। লজ্জার হারে বিদায় নেয় সুপার কাপ থেকে। সেই কেরালা ব্লাস্টার্সকে দ্বিতীয় সারির দল নিয়ে হারিয়ে বাড়ি পাঠাল মোহনবাগান সুপার জায়ান্টস।

author-image
IE Bangla Sports Desk
New Update
Suhail Bhat goal: কেরালাকে হারিয়ে সুপার কাপে সেমিফাইনালে মোহনবাগান

Suhail Bhat goal: কেরালাকে হারিয়ে সুপার কাপে সেমিফাইনালে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্টস- ২ (সাহাল, সুহেল)
কেরালা ব্লাস্টার্স এফসি- ১ (শ্রীকুত্তান)

Advertisment

Kerala Blasters vs Mohun Bagan highlights: সেরা একাদশ নিয়ে পারেনি ইস্টবেঙ্গল। লজ্জার হারে বিদায় নেয় সুপার কাপ থেকে। সেই কেরালা ব্লাস্টার্সকে দ্বিতীয় সারির দল নিয়ে হারিয়ে বাড়ি পাঠাল মোহনবাগান সুপার জায়ান্টস। বাগানের কোচ বাস্তব রায়ের স্ট্র্যাটেজির কাছে জারিজুরি শেষ কেরালার। মাত্র একজন বিদেশি খেলিয়েই বাজিমাত করল সবুজ-মেরুন শিবির। কেরালাকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে মোহনবাগান। শেষ চারে গোয়া এবং পাঞ্জাব এফসির ম্যাচের বিজয়ীর সঙ্গে মুখোমুখি হবে তারা।

প্রথম একাদশের অনেক ফুটবলারই নেই। বিদেশিরাও সবাই দেশে ফিরেছেন। একমাত্র বিদেশি বলতে নুনো রেইসকে। রিজার্ভ টিম নিয়েই এই টুর্নামেন্টে খেলতে গিয়েছে বাগান। মলিনার বদলে কোচ বাস্তব রায়। এই টিম কীভাবে নোয়া সাদাউয়ি, হিমিনেজদের কেরালাকে হারায় সেই নিয়ে চিন্তায় ছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। কিন্তু স্রেফ বুদ্ধির জোরে দেশীয় ফুটবলারদের নিয়েই কেরালাকে বোতলবন্দি করল মোহনবাগান। দ্বিতীয় সারির দল নিয়ে পূর্ণশক্তির কেরালাকে হারিয়ে দিলেন সাহাল-আশিকরা। 

দুই অর্ধেই গোল করে মোহনবাগান। প্রথমার্ধে গোল করেন সাহাল আবদুল সামাদ। দ্বিতীয়ার্ধে গোল করেন কাশ্মীরি ফুটবলার সুহেল ভাট। দুটি গোলের ক্ষেত্রেই ভূমিকা রয়েছে তরুণ বাগানি ফুটবলার সালাহউদ্দিন আদনানের। তিনিই হয়েছেন ম্যাচের সেরা।

Advertisment

আরও পড়ুন 'মোহনবাগান জার্সির জন্য জিততে চাই...', কেরালা ম্য়াচের আগে হুঙ্কার সামাদের

দেশীয় ফুটবলারদের প্রস্তুতির মঞ্চ হিসাবে সুপার কাপকে বেছে নিয়েছে মোহনবাগান। সুহেল, অভিষেক, সৌরভ, আমনদীপ, গ্লেন মার্টিন্স, ধীরজ সিংরা আইএসএল-এ সেভাবে ম্যাচ টাইমিং পাননি। তাঁদের দিয়েই বাজিমাত করলেন বাগান কোচ। বিশাল কাইথের জন্য মোহনবাগানের প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না ধীরজ সিং। এদিন গোলপোস্টের নিচে নজর কাড়লেন তিনি। বেশ কয়েকটি গোল বাঁচিয়ে মুখের গ্রাস কেড়ে নেন কেরালার।

বল পজেশন, শট, শট অন টার্গেট সবেতেই আধিপত্য ছিল কেরালার। একের পর এক বাগানের বক্সে আক্রমণের ঝড় তোলেন নোয়া, হিমিনেজরা। কিন্তু বাগানের তরুণ ফুটবলারদের ডিফেন্স ভাঙতে বার বার ব্যর্থ হন তাঁরা। কাউন্টার অ্যাটাক থেকেই দুটি গোল পায় মোহনবাগান। 

আরও পড়ুন কেরালা ব্লাস্টার্স বড় 'ফাঁড়া'! মাঠে নামার আগে কী বললেন বাগান কোচ?

দ্বিতীয়ার্ধে সেকেন্ড গোলের পর পুরোপুরি ডিফেন্স মোডে চলে যায় বাস্তব রায়ের দল। প্রতিপক্ষের প্রবল চাপের সামনেও কোনওভাবে দূর্বল হয়নি বাগান ডিফেন্স। ইনজুরি টাইমে বাগান ডিফেন্সের সামান্য ফাঁক পেয়ে গোল করেন কেরালার শ্রীকুত্তান। কিন্তু আর পারেনি তাঁরা। শেষপর্যন্ত হেরে সুপার কাপ থেকে বিদায় নিলেন তাঁরা। ম্যাচ শেষে বাস্তব রায়ের হাঁফ ছেড়ে বাঁচি অবস্থা দেখা গেল। বললেন, 'আরও একটা ম্যাচ খেলার সুযোগ পেল ছেলেরা। নকআউট টুর্নামেন্ট, ওঁরা অনেক ভাল খেলেছে। জান লড়িয়ে দিয়েছে।' 

Kalinga Super Cup 2025 Kerala Blasters FC Mohun Bagan Super Giants Mohun Bagan Super Cup