Sahal Abdul Samad: 'মোহনবাগান জার্সির জন্য জিততে চাই...', কেরালা ম্য়াচের আগে হুঙ্কার সামাদের

Mohun Bagan Super Giant: চলতি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে এই ম্য়াচটি।

Mohun Bagan Super Giant: চলতি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে এই ম্য়াচটি।

author-image
Koushik Biswas
New Update
Sahal Abdul Samad

সুপার কাপ জিততে প্রস্তুত সাহাল আবদুল সামাদ

Super Cup 2025: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে মহারণ। ২০২৫ সুপার কাপের (Kalinga Super Cup 2025) কোয়ার্টার ফাইনাল ম্য়াচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। শনিবাসরীয় (২৬ এপ্রিল) ম্য়াচ জিততে যথেষ্ট আত্মবিশ্বাসী বাগানের 'ঘরের ছেলে' সাহাল আবদুল সামাদ (Sahal-Abdul-Samad)।

Advertisment

২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি জয়ের গন্ধ এখনও গা থেকে কাটেনি। তারমধ্যেই শুরু হয়ে গিয়েছে সুপার কাপ। এই টুর্নামেন্ট থেকে চার্চিল নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার কারণে মোহনবাগান সরাসরি কোয়ার্টার ফাইনাল ম্য়াচে খেলার সুযোগ পেয়েছে। সঙ্গে আইএসএল জয়ের পর পেয়েছে বেশ খানিকটা অতিরিক্ত সময়। সুতরাং, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে মেরিনার্সরা একেবারে ফুরফুরে মেজাজেই খেলতে নামবে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।

Mohun Bagan Super Giant: সুপার কাপে কেমন দল হবে মোহনবাগানের? জেনে নিন বিস্তারিত

তবে খেলতে নামার আগে বিয়ন্ড স্পোর্টসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বাগান ব্রিগেডের অন্যতম বড় ভরসা সাহাল আবদুল সামাদ বললেন, 'আমরা আরও একটা ট্রফি ক্যাবিনেটে যোগ করতে চাই। আরও একটি ট্রফির অর্থ হল সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হওয়া। সেটা করতে পারলে খুব ভাল লাগবে।'

Advertisment

Mohun Bagan vs East Bengal: কেন ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দিয়েছিলেন শ্যাম থাপা? জেনে নিন আসল সত্যিটা

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'প্রত্যেকটা নতুন ম্য়াচ, আমাদের কাছে একটা নতুন সুযোগ নিয়ে আসে। জয়ই একমাত্র সাফল্যের চাবিকাঠি। আর সেকারণে আমরা একেবারে প্রস্তুত। প্রত্যেকটা ম্যাচকে আমরা একইভাবে প্রাধান্য দিতে চাই।'

Mohun Bagan Super Giant: সুপার কাপে মোহনবাগানকে নিয়ে বড় আপডেট, না জানলে হাত কামড়াবেন

এবারের সুপার কাপে মোহনবাগান তাদের প্রথম সারির দল খেলাচ্ছে না। অর্থাৎ পেত্রাতোস, কামিন্সদের মতো তারকা বিদেশিরা খেলবেন না এই টুর্নামেন্ট। বদলে বেশ কয়েকজন জুনিয়র ফুটবলারকে সুযোগ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই বলতে শুরু করেছেন যে মোহনবাগান নাকি আইএসএল শিল্ড এবং ট্রফি জয়ের পর সুপার কাপকে আর গুরুত্ব দিতে চাইছে না। কিন্তু, সাহাল একেবারেই অন্য সুরে কথা বললেন। স্পষ্ট জানিয়ে দিলেন, এই টুর্নামেন্ট জিততেই মাঠে নামবে মোহনবাগান।

Mohun Bagan in Super Cup: কেরালা ব্লাস্টার্স বড় 'ফাঁড়া'! মাঠে নামার আগে কী বললেন বাগান কোচ?

সবশেষে তিনি বললেন, 'কেরালার বিরুদ্ধে মাঠে নামার জন্য আমরা আপাতত মুখিয়ে রয়েছি। আশা করছি, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। মাঠে সবসময় আমি নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। আর যেহেতু এখন মোহনবাগানের হয়ে খেলতে নামছি, তাই নিজের সর্বস্ব দিয়েই খেলতে চাই। মোহনবাগান জার্সির জন্য ম্য়াচটা জিততে চাই। আরও একটা ট্রফি আমি জিততে চাই।'

sahal-abdul-samad Kalinga Super Cup 2025 Kerala Blasters FC Mohun Bagan Super Giants