/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/Suresh-Raina-MS-Dhoni_.jpg)
সিএসকের জার্সিতে ধোনির সঙ্গে জাদেজা (টুইটার)
বহুদিন জাতীয় দলের জার্সিতে খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন রায়না। অগাস্টে অস্ত্রোপচারের পর আপাতত পুরো ফিট রায়না আইপিএলেই ফোকাস করছেন। অবসর নয়। বরং জানিয়ে দিচ্ছেন, আইপিএলে খেলেই টি২০ বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে ফের খেলতে চান। টাইমস অফ ইন্ডিয়ার সাক্ষাৎকারে রায়না আরও জানাচ্ছেন, আইপিএলে ঠিকমতো পারফর্ম করতে পারলে তাঁর কেরিয়ার আরও ২-৩ বছর দীর্ঘায়িত হবে।
সেই সাক্ষাৎকারে অকপট রায়না বলছেন, "যদি আইপিএলে ভাল খেলতে পারি, তাহলে বুঝতে পারব কতটা খেলার পর্যায়ে রয়েছি। নিজের পরিস্থিতি সম্পর্কে উপলব্ধির জন্য আমার অভিজ্ঞতাই যথেষ্ট। তাই আমার টি২০ বিশ্বকাপে খেলার সম্ভবনা পুরোপুরি নির্ভর করছে আইপিএল পারফরম্যান্সের উপরে।"
Chinna Thala Suresh Raina will be joining CSK pre-season training camp in next couple of days!#IPL2020#WhistlePodupic.twitter.com/pBiYpAbFRB
— Chennai Super Kings FC (@CskIPLTeam) January 20, 2020
আরও পড়ুন কেকেআরের ‘নতুন’ নেতা শুবমান গিল? শাহরুখের ‘জবাবে’ হইচই শুরু
৩৩ বছরের তারকা ক্রিকেটার বর্তমানে চেন্নাইয়ের জার্সিতে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ট্রেনার গ্রেগ কিংয়ের তত্ত্বাবধানে ফিটনেস নিয়ে যথেষ্ট পরিশ্রম করছেন বাঁ হাতি স্টাইলিশ তারকা। হাঁটুতে অস্ত্রোপচারের পরে ঘরোয়া ক্রিকেটে খেলেননি। আন্তর্জাতিক স্তরে প্রত্যাবর্তনের জন্য তাই রায়নার চোখ আইপিএলে।
তিনি বলছেন, "যদি আমার হাঁটু সেরে যায় এবং আইপিএলে দারুণ পারফরম্যান্স করি, তাহলে আমি বুঝব আমার মধ্যে এখনও ২-৩ বছরের ক্রিকেট অবশিষ্ট রয়েছে। পরপর দুটো টি২০ বিশ্বকাপ হবে। তাছাড়া টি২০তে আমি সাম্প্রতিককালে ভালই খেলছি।"
আরও পড়ুন স্বামী হীনা দু-বছর একলা হাসিন! কেমন আছেন শামির স্ত্রী
মিডল অর্ডারে এখন একাধিক তারকার ভিড়। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, শিবম দুবের মতো ক্রিকেটাররা দ্রুত উঠে এসেছেন। সঞ্জু স্যামসনও নির্বাচকদের নজরে রয়েছেন। কেদার যাদব, মণীশ পাণ্ডেরা তো রয়েইছেন।
তবে রায়না নিজের ব্যক্তিগত পারফরম্যান্সেই ফোকাস করছেন, "যদি আমাকে জাতীয় দলে খেলতে হয়, তাহলে আমাকে পারফর্ম করেই প্রমাণ করতে হবে। টি২০ বিশ্বকাপে সুয়োগ পাওয়ার জন্য আইপিএলই সেরা প্ল্যাটফর্ম। প্রত্যেকেই জানে আমি কেমন ক্রিকেটার!"