Suresh Raina to Make His Tamil Movie Debut: টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটার ২২ গজের পাশাপাশি সিনেমার জগতেও নিজের জায়গা করে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল মিলিয়ে ১৩,০০০-এর বেশি রান করা প্রাক্তন ভারতীয় ব্যাটার সুরেশ রায়না (Suresh Raina) এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন। তিনি অভিনয় জগতে পা রাখতে চলেছেন এক তামিল ছবির (Tamil Film) হাত ধরে। ‘ড্রিম নাইট স্টোরিজ’ নামের এক প্রোডাকশন হাউজও এই প্রজেক্টের মাধ্যমে সিনেমা প্রযোজনায় (South Film Industry) নাম লেখাচ্ছে।
শুক্রবার সংস্থাটি সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ এই খবর শেয়ার করেছে। একইসঙ্গে সুরেশ রায়নাও নিজের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “চিন্না থালা সুরেশ রায়নাকে DKS প্রোডাকশনে স্বাগত!”
তামিলনাড়ুতে রায়নাকে ভক্তরা ভালবেসে ‘চিন্না থালা’ বলে ডাকেন। শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, রায়না এক স্টেডিয়ামে প্রবেশ করছেন, যেখানে ভক্তরা তাঁকে উচ্ছ্বাসে স্বাগত জানাচ্ছেন। ডি. সারবণ কুমার প্রযোজিত এই ছবিটি পরিচালনা করবেন লোগান। ছবির সঙ্গীত পরিচালনা করবেন সন্তোষ নারায়ণন। ২০২২ সালে সুরেশ রায়না সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন স্টাইলেও রিংকু লাজবাব! সোয়া লাখের হেয়ার কাট দেখে থ নেটপাড়া
টি২০-তে একাধিক রেকর্ডধারী রায়না
সুরেশ রায়না ভারতের প্রথম ক্রিকেটার যিনি টি২০-তে ৬০০০ এবং ৮০০০ রান করার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। তিনি চেন্নাই সুপার কিংস, গুজরাট লায়ন্স, টিম ইন্ডিয়া ও উত্তরপ্রদেশের হয়ে খেলতে গিয়ে এই মাইলফলক ছুঁয়েছেন। রায়না এখন আর আইপিএল খেলেন না, তবে এখনও তাঁকে ‘মিস্টার আইপিএল’ বলা হয়। তিনি আইপিএলে ৫০০০ রান পূর্ণ করা প্রথম ক্রিকেটার। এছাড়া টানা ৭টি মরশুমে ৪০০-এর বেশি রান করা একমাত্র ক্রিকেটারও তিনি।
আরও পড়ুন যৌনকর্মীদের উপর টাকা লুটিয়ে বরবাদ সামি! প্রাক্তন স্বামীকে যা-তা আক্রমণ হাসিনের