জাতির জনকের জন্মদিন। তাই মহাত্মা গাঁন্ধীকে বেনজিরভাবে স্মরণ করে রাখল ইন্ডিয়ান ক্রিকেট দল। ১৫০তম জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে টিম ইন্ডিয়া নিজেদের জার্সিতে স্বচ্ছ ভারত অভিযানের স্টিকার লাগিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামল। দেশের ক্রীড়া দুনিয়া অবশ্য স্বচ্ছ ভারত অভিযান নিজেদের মতো করে উদযাপন করছে। বুধবারেই ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু 'ফিট ইন্ডিয়া প্লগ রান' উদ্বোধন করেন। এর পাশাপাশি নয়াদিল্লিতে ফ্রিস্টাইল কুস্তিগীড় বজরং পুনিয়া ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে স্বচ্ছ ভারত অভিযানের অনুষ্ঠানে যোগ দেন কিরেন রিজিজু।
ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে প্রথম টেস্টে খেলতে নামল বুধবারেই। গাঁন্ধীর জন্মদিনেই রবি শাস্ত্রী নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে প্লগিং রান উদ্যোগে অংশ নিতে আহ্বান জানালেন। 'প্লগিং রান ইনিশিয়েটিভ' আসলে কেন্দ্রীয় সরকারের দুই প্রকল্প 'স্বচ্ছ ভারত অভিযান' এবং 'ফিট ইন্ডিয়া মুভমেন্টের' যৌথ উদ্যোগ।
নিজের টুইটার অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে রবি শাস্ত্রী ভারতীয়দের ২ কিমি দৌঁড়ে অংশ নিতে বললেন। পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানেও সামিল হতে বললেন তিনি। সেই উদ্যোগকে আরও প্রচারের আলোয় আনতে ভারতীয় ক্রিকেটাররা দল নিজেদের জার্সিতে স্বচ্ছ ভারত অভিযানের স্টিকার লাগিয়ে মাঠে নামলেন।
প্লগিংয়ের ধারণা যদিও ভারতে নয়, শুরু হয়েছিল সুইডেনে। ২০১৬ সালে জনসচেতনতামূলক কাজের অংশ হিসেবে প্লগিং চালু করে সুইডেন। তারপরে বিশ্বের অন্যান্য দেশেও তা ছড়িয়ে পড়ে।
Read the full article in ENGLISH