/indian-express-bangla/media/media_files/2025/10/24/syndrela-das-2025-10-24-17-12-24.jpg)
সিন্ড্রেলা-দিব্যাংশী জুটিকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Table Tennis: বাংলা নিজের মেয়েকেই চায়। এই কথাটা যে কতখানি প্রযোজ্য, সেটা প্রমাণ করে দিলেন বাংলার দুই অনূর্ধ্ব-১৯ টেবিল টেনিস তারকা সিন্ড্রেলা দাস এবং দিব্যাংশী ভৌমিক। সম্প্রতি, বিশ্ব টেবিল টেনিসে অনূর্ধ্ব-১৯ ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে, সিন্ড্রেলা-দিব্যাংশী জুটি। তাঁদের ঝুলিতে মোট ৩,৯১০ পয়েন্ট রয়েছে। আর এই সাফল্য অর্জন করার পরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
Indian Table Tennis: শরথ কামালের বিদায়ের দিনেই ইতিহাস, রেকর্ডবুকে নাম লেখালেন মনভ ঠাক্কর
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'দক্ষিণ ২৪ পরগণার সিন্ড্রেলা দাস এবং দিব্যাংশী ভৌমিককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।'
Bengal Table Tennis News: 'বাংলার গর্ব...', সিন্ড্রেলা-দিব্যাংশী জুটিকে শুভেচ্ছা মমতার
দেখে নিন সেই টুইট:
Heartiest congratulations to Syndrela Das from South 24 Parganas, West Bengal, and Divyanshi Bhowmick!
— Mamata Banerjee (@MamataOfficial) October 24, 2025
Syndrela, a trainee of the Dhanuka Dhunseri Soumyadeep Poulomi Table Tennis Academy, Kolkata, along with her partner Divyanshi, has achieved a remarkable feat by securing the…
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'মহিলাদের অনূর্ধ্ব-১৯ (ডাবলস) ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করার পাশাপাশি ওরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সিন্ড্রেলা এবং দিব্যাংশী দুজনেই কলকাতার ধানুকা ধানসিড়ি সৌম্যদীপ পৌলমী টেবিল টেনিস অ্যাকাডেমি থেকে উঠে এসেছে। পাশাপাশি চাইনিজ তাইপেই এবং ফরাসি জুটিকেও ওরা পিছনে ফেলে দিয়েছে। এটা সত্যিই একটা গর্ব করার মতো বিষয়। আশা করি, ওরা আগামীদিনে আরও সাফল্য অর্জন করতে পারবে। খেলার দুনিয়ায় আরও মাইলফলক অর্জন করতে পারবে।'
Eden Gardens Ticket Price: লাগবে না ১ টাকাও! একেবারে ফ্রি'তে খেলা দেখুন ইডেনে বসে
এই প্রসঙ্গে আপনাদের আরও জানিয়ে রাখি, টেবিল টেনিসের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ভারত আরও একটি সাফল্য অর্জন করেছে। এই প্রথমবার বিশ্ব ডাবলস র্যাঙ্কিংয়ে প্রথম ১০০-র মধ্যে ভারতের ৬ মেয়ে অংশগ্রহণ করেছে। এরপর সিন্ড্রেলা দিল্লি যাচ্ছেন। সেখানে তিনি জাতীয় শিবিরে অংশগ্রহণ করবেন। তারপর এশিয়ান ইউথ গেমসে অংশগ্রহণ করতে যাবে বাহরিনে। ভারতের অন্য টেবিল টেনিস প্রতিযোগীদের মধ্যে তানিশা কোটেচা এবং সায়লি ওয়ানি (১,৫৭৫ পয়েন্ট) এই তালিকায় ১৩ নম্বর স্থানে এবং সুহানা সাইনি এবং শ্রিয়া আনন্দ (৮৭৫ পয়েন্ট) আবার ২২ নম্বর স্থান অর্জন করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us