Eden Gardens Ticket Price: লাগবে না ১ টাকাও! একেবারে ফ্রি'তে খেলা দেখুন ইডেনে বসে

Eden Gardens Free Entry: ইডেন গার্ডেন্সে বসে একেবারে বিনামূল্য খেলা দেখা যাবে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এমন কথাই ঘোষণা করা হয়েছে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Eden Gardens Free Entry: ইডেন গার্ডেন্সে বসে একেবারে বিনামূল্য খেলা দেখা যাবে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এমন কথাই ঘোষণা করা হয়েছে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Eden Gardens

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বড় ঘোষণা

Ranji Trophy 2025: শিরোনাম পড়ে বিশ্বাস হচ্ছে না তো? তবে এটাই আপাতত সবচেয়ে বড় সত্যি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে (Cricket Association Of Bengal) সভাপতি হিসেবে কামব্যাক করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর প্রশাসনিক মসনদে ফিরতে না ফিরতেই বাংলার ক্রিকেট সমর্থকদের জন্য তিনি বড়সড় 'উপহার' ঘোষণা করলেন। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

Eden Gardens IPL Final: মোদী-মমতা দ্বৈরথেই ইডেন থেকে সরছে ফাইনাল! রাজনীতির রং এবার আইপিএলেও?

কী বলা হয়েছে?

আসলে আগামী শনিবার (২৫ অক্টোবর) থেকে ২০২৫-২৬ রনজি মরশুমের দ্বিতীয় ম্য়াচ খেলতে নামছে বাংলা ক্রিকেট দল (Bengal Cricket Team)। প্রতিপক্ষ গুজরাট। আর এই ম্য়াচের ঠিক আগেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই ধামাকাদার ঘোষণা করা হয়েছে। অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডলে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়, বাংলা বনাম গুজরাট ম্য়াচে দর্শকরা বিনামূল্যে মাঠে প্রবেশ করতে পারবেন। তবে শর্ত একটাই। তিন নম্বর গেট দিয়ে দর্শকদের প্রবেশ করতে হবে। একবার নির্দিষ্ট সংখ্যক আসন ভর্তি হয়ে গেলে, গেট বন্ধ করে দেওয়া হবে। রনজি ট্রফিতে দর্শক টানতেই যে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। 

Advertisment

Eden Gardens Bomb Threat: 'বোমা মেরে উড়িয়ে দেব...', ভরা ইডেনে এল চাঞ্চল্যকর হুমকি

দেখে নিন পোস্ট:

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি রনজি মরশুমের প্রথম ম্য়াচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা ক্রিকেট দল। সেই ম্য়াচে জয়লাভের পাশাপাশি ৬ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলা। এবার গ্রুপ সি ম্যাচে গুজরাটের বিরুদ্ধেও অভিমন্যু ঈশ্বরণের দল এই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। শনিবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্য়াচ আয়োজন করা হবে।

Sourav Ganguly on Eden Gardens Pitch Controversy: 'রাহানেকে জিজ্ঞাসা করুন...', ইডেনের উইকেট বিতর্কে মুখ খুললেন সৌরভ

আশা করা হচ্ছে, দ্বিতীয় ম্য়াচেও বাংলা ক্রিকেট দল ৪ পেসার নিয়েই খেলতে নামবে। প্রথম একাদশে নিশ্চিতভাবে থাকবেন মহম্মদ সামি এবং আকাশ দীপ। এছাড়া সুযোগ পেতে পারেন বাংলার স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদও। চোট সারিয়ে তিনি ফের বাংলা ক্রিকেট দলে কামব্যাক করেছেন। শাহবাজ এলে বাংলা ক্রিকেট দল যে আরও শক্তিশালী হবে, তা নিশ্চিন্তে বলা যেতে পারে।

সামির উপর থাকবে আলাদা নজর

অন্যদিকে মহম্মদ সামি ইতিমধ্যে তাঁর হারানো ছন্দ ফিরে পেয়েছেন। গত ম্য়াচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে তিনি প্রায় ৪০ ওভার বল করেন। শিকার করেছেন ৭ উইকেট। এটা সবথেকে ইতিবাচক দিক। তবে সামি যদি ভারতীয় ক্রিকেট দলে ফের কামব্যাক করতে চান, তাহলে দ্বিতীয় ম্য়াচে নিজের বোলিং পরিসংখ্যান আরও উন্নত করতে চাইবেন।

Sourav Ganguly: সৌরভকে নিয়ে বড় খবর, CAB সভাপতি হতেই নামলেন অ্যাকশন মোডে

আকাশ দীপ এবং অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ আবার বাংলার তৃতীয় রাউন্ডের ম্য়াচ চলাকালীন ভারত-এ বনাম দক্ষিণ আফ্রিকা-এ খেলতে নামবেন। তবে তার আগে তাঁরা অবশ্যই নিজেদের পারফরফরম্য়ান্সের দৌলতে নজর কাড়তে চাইবেন।

এছাড়া ঈশান পোড়েল এবং সূরয জয়সওয়াল ইডেনের উইকেট যথাযথভাবে ব্যবহার করতে চাইবেন। এই ব্যাপারে অভিমন্যু ঈশ্বরণ আগেই বলেছেন, 'এটা আমার কাছে সবথেকে বড় মাথা যন্ত্রণা। কীভাবে ৪ ফাস্ট বোলারকে ব্যবহার করব, সেটাই সবথেকে বড় চিন্তার বিষয়। ম্য়াচের পরিস্থিতির উপরই গোটা ব্যাপারটা নির্ভর করবে। '

ফর্মে থাকা অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায় এবং সুমন্ত গুপ্ত ছাড়াও অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল এবং শাহবাজ বাংলার ব্যাটিং ব্রিগেডকে শক্তিশালী করবে।

Sourav Ganguly Cricket Association Of Bengal Ranji Trophy 2025 Bengal Cricket Team