Advertisment

একহাতে বিশ্বকাপের সেরা ক্যাচ! কলঙ্ক মুছে শিরোনামে হোসেন, দেখুন ভিডিও

T20 World Cup 2021: প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হারল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই ম্যাচেই নজর কাড়া ক্যাচ আকিল হোসেনের।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই কলঙ্কের লজ্জা গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে। বিশ্বকাপে কুখ্যাত সূচনার পরেও শিরোনামে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। ম্যাচের সেরা মুহূর্ত উপহার দিয়ে। একহাতে রুদ্ধশ্বাস ক্যাচ নিয়ে বিশ্বকাপের সুপার-১২ পর্বের প্রথম দিনই মাতিয়ে দিলেন।

Advertisment

অতি অল্প রানের টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংসে পাওয়ার প্লে-র পরের ওভারের ঘটনা। সেই সময় আকিল হোসেন নিজের কোটার চতুর্থতম ওভার করছিলেন। তার আগে ৩ ওভারে ২০ রানে ১ উইকেট ইতিমধ্যেই নিয়ে ফেলেন আকিল হোসেন।

আরও পড়ুন: শরীরে লেগে উড়ন্ত বল উইকেটে! ডিককের অদ্ভুত আউটে তোলপাড় বিশ্বকাপ, দেখুন ভিডিও

লিয়াম লিভিংস্টোনের প্যাড লক্ষ্য করে ফুল লেংথে বল করেছিলেন আকিল হোসেন। সেই বল ফ্লিক করতে গিয়ে মিসটাইম করে বসেন। ড্রিফটে ঠকে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে লিভিংস্টোন বল তুলে দেন বোলারের বাঁ প্রান্ত লক্ষ্য করে। তারপরেই হোসেনের অবিশ্বাস্য ক্যাচ। পুরো ড্রাইভ দিয়ে বল তালুবন্দি করেন। বল যাতে মাটি স্পর্শ না করে সেই বিষয়েও অতিরিক্ত সজাগ ছিলেন ক্যারিবীয় তারকা। এরপরে সফট সিগন্যাল দেওয়া হয় আউট। তৃতীয় আম্পায়ার বারবার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্তই বহাল রাখেন।

লিয়াম লিভিংস্টোনকে ২ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়। ৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ড এভাবেই শুরুতে চার-চারটে উইকেট হারিয়ে বসে। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে সফলতম আকিল হোসেনই। ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে তুলে নেন দুই উইকেট।

আরও পড়ুন: জয় দিয়ে শুরু বিশ্বকাপ! টানটান থ্রিলারে প্রোটিয়াজ বধ অস্ট্রেলিয়ার

দুরন্ত ক্যাচে নজির গড়া আকিল হোসেনের বিশ্বকাপে খেলার কথাই ছিল না। কয়েক দিন আগেই ইনজুরিতে পড়া ফ্যাবিয়েন এলেনের পরিবর্ত হিসাবে আকিল হোসেন যোগ দেন ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে। চলতি বছরের শুরুতে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পরে ৯টা ওয়ানডে এবং ৬টা টি২০ খেলেছেন।

নবাগত তারকার পারফরম্যান্সে উচ্ছ্বসিত অধিনায়ক কায়রণ পোলার্ডও। ম্যাচের শেষে পোলার্ড জানিয়েছেন, "চোটের কারণে দলে ধোকা আকিল ঘরোয়া ক্রিকেটে দারুণ পরিশ্রম করেছে। ওঁর অফুরন্ত এনার্জি দলের বড় প্লাস পয়েন্ট।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Indies England T20 World Cup
Advertisment