হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে নিক ওয়াকার! নামাজ মন্তব্যে বিস্ফোরক পাক স্পিনার

নামাজ মন্তব্যে বেনজির বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ওয়াকার ইউনিস। সেই বিতর্কে ক্ষমা চাওয়ার পরেও ক্ষোভ মিটছে না ক্রিকেট মহলের।

নামাজ মন্তব্যে বেনজির বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ওয়াকার ইউনিস। সেই বিতর্কে ক্ষমা চাওয়ার পরেও ক্ষোভ মিটছে না ক্রিকেট মহলের।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

হিন্দুদের মাঝে নামাজ মন্তব্যে চরম বিতর্ক হাজির করেছেন ওয়াকার ইউনিস। সেই নিন্দার ঝড় বয়ে যাচ্ছে দুই দেশের ক্রিকেট মহলেই। হর্ষ ভোগলে থেকে ওয়াসিম জাফর যেমন ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন, তেমন ওয়াঘার ওপারেও নিন্দিত হচ্ছেন আইকনিক পেসার।

Advertisment

এবার ওয়াকারকে সরাসরি আক্রমণ করে বসলেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। জানালেন, নিজের মন্তব্যের জন্য হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে নিক ওয়াকার।

রবিবার ভারতের হারের পরে পাক টিভি চ্যানেলে বিস্ফোরক মন্তব্য করেন ওয়াকার ইউনিস। মহম্মদ রিজওয়ানের প্রশংসায় উৎফুল্ল হয়ে ওঠেন পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা তারকা। বলে দেন, হিন্দুদের মাঝে মাঠে রিজওয়ানের নমাজ পরা তাঁকে ব্যাপক তৃপ্তি দিয়েছে।

Advertisment

আরও পড়ুন: অবসরের পথে ১৬.২৫ কোটির IPL সুপারস্টার! বিশ্বকাপের মঞ্চেই বোমা ফাটালেন সরাসরি

এরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন কানেরিয়া। বুধবার পাকিস্তানের প্রাক্তন স্পিনার ফেসবুকে ভিডিও পোস্ট করে খুল্লামখুল্লা সমালোচনা করেন। বলে দেন, হিন্দুদের ভাবাবেগে তীব্র আঘাত করেছেন তিনি। তাই হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত তাঁর।

ঘটনাচক্রে, কানেরিয়ার বাক্যবানের আগেই ওয়াকার অবশ্য ক্ষমা চেয়ে নেন বুধবার। নিজের ভুল বুঝতে পেরে টুইট করে ওয়াকার লেখেন, "মুহূর্তের উত্তেজনায় এমন কিছু কথা বলে ফেলেছি যা সত্যি সত্যি বলতে চাইনি। এতে বহু মানুষ আহত হয়েছেন। এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল হয় গিয়েছে। একদমই এমন মন্তব্য করতে চাইনি। জাত-বর্ণ-ধর্ম নির্বিশেষে খেলা সকলকে এক করে দেয়।"

ভারতের মত পাক মুলুকেও তীব্রভাবে সমালোচিত হচ্ছেন ওয়াকার। রবিবার ঐতিহাসিকভাবে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে হার মেনেছে ভারত। সেই সেলিব্রেশন অবশ্য এখনও চলছে পড়শি দেশে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

pakistan Pakistan Cricket T20 World Cup