Advertisment

স্কটল্যান্ডকে কচুকাটা করল ভারত! কীভাবে এখন কোহলিরা সেমিফাইনালে পৌঁছবে, জানুন

স্কটল্যান্ডকে ব্যাটে বলে উড়িয়ে দিয়েছে ভারত। তবে এখনও সেমিফাইনালের রাস্তা মসৃন নয় ভারতের।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে ভারত জয় পেয়েছে গ্রুপের চতুর্থ ম্যাচে। মাত্র ৬.৩ ওভারেই ৮৬ রানের টার্গেট পেরিয়ে গিয়ে ভারত নেট রানরেট বাড়িয়ে রেখেছে। সেই হিসাবে ভারত শুক্রবার একইসঙ্গে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের থেকে নেট রানরেটে এগিয়ে থাকল।

Advertisment

সব হিসাবে মিললে ভারত যদি গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারায় এবং আফগানিস্তান অন্য ম্যাচে নিউজিল্যান্ডকে পরাস্ত করে, তাহলে ভারত সোজাসুজি সেমিফাইনালে পৌঁছে যাবে।

আরও পড়ুন: চার-ছক্কার ফুলঝুরিতে অঙ্ক মিলিয়ে জয় ভারতের! স্কটিশদের দুরমুশ করলেন কোহলিরা

বর্তমানের পয়েন্ট টেবিল অনুযায়ী, পাকিস্তানের পরে ৬ পয়েন্ট এবং ১+.২৭৭ নেট রানরেট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে ওঠার বিষয়ে ফেভারিট নিউজিল্যান্ড। ভারত এবং আফগানিস্তান দুই দলই চার পয়েন্ট নিয়ে গ্রুপে যৌথভাবে তৃতীয়। তবে নেট রানরেটে এগিয়ে ভারত। ভারত এবং আফগানিস্তানের নেট রানরেট বর্তমানে ১+.৬১৯ এবং ১+.৪৮১।

এর অর্থ আফগানিস্তান নিউজিল্যান্ডকে যে ব্যবধানে হারাবে, তার থেকে শেষ ম্যাচে বেশি ব্যবধানে জিততে হবে টিম কোহলিকে। অন্যদিকে, আফগানিস্তানের কাছে সেমিফাইনালে ওঠার অঙ্ক একটাই- বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডকে হারাতে হবে যাতে নেট রানরেটে পিছনে পড়ে যায় ভারত।

আরও পড়ুন: KKR সুপারস্টার এবার দ্রাবিড়ের টিম ইন্ডিয়ায়! বিরাট পরিকল্পনা কষে ফেললেন নির্বাচকরা

তবে এত হিসেব নিকেশ অর্থহীন হয়ে যাবে নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে বসলে। আফগানদের হারালেই নিউজিল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে শেষ চারের যোগ্যতা অর্জন করবে। বর্তমানে ভারত আফগানিস্তান দুই দলের পক্ষেই ৬ পয়েন্টের বেশি অর্জন করা সম্ভব নয়।

রবিবার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আবু ধাবিতে আফগানিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ভারত দুবাইয়ে সোমবার গ্রুপের শেষ ম্যাচ খেলবে নামিবিয়ার বিরুদ্ধে।

বিশ্বকাপে প্ৰথম দুই ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারত দারুণভাবে কামব্যাক করেছে আফগানিস্তান এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়ে। শুক্রবার টসে জিতে ভারত প্ৰথমে ফিল্ডিং নেয়। তারপরে শামি-জাদেজারা দুরন্ত বোলিং করে স্কটিশদের মাত্র ৮৫ রানে অলআউট করে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ভারতকে বিধ্বংসী ব্যাটিংয়ে জয় এনে দেন কেএল রাহুল এবং রোহিত শর্মা। রাহুল ১৮ বলে হাফসেঞ্চুরি হাঁকান। তাঁকে যোগ্য সহায়তা করেন রোহিত ১৬ বলে ৩০ করে। দুজনে ওপেনিং জুটিতে ৫ ওভারেই ৭০ তুলে দেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

T20 World Cup Indian Cricket Team Scotland
Advertisment