মাঠে একে অন্যের চরম শত্রু। শুধু দুই পড়শি দেশই নয়। গোটা বিশ্বই ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণের জন্য উন্মুখ হয়ে থাকে। রবিবারই দুই দেশ টুর্নামেন্টের অভিযান শুরু করছে।
এমন ধুন্ধুমার ক্রিকেট মহারণের আবহেই এবার মুখ খুললেন শোয়েব আখতার। বড়সড় টুর্নামেন্টে ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায় দেখা যায় শোয়েব আখতারকে। এবার টি২০ বিশ্বকাপেও তার ব্যতিক্রম ঘটেনি। শোয়েব জানিয়ে দিলেন, ভারতের মত পাকিস্তানেও কোহলি-রোহিতরা রীতিমত আরাধ্য।
আরও পড়ুন: রোনাল্ডোর Man U-র সঙ্গে জুটিতে IPL দল দীপিকা-রণবীরের! বিরাট খবরে উত্তাল ক্রিকেট
জি নিউজে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার জানিয়ে দিয়েছেন, "পাকিস্তানে বরাবর ভারতীয় ক্রিকেটারদের নিয়ে উন্মাদনা তুঙ্গে থাকে। ওঁরা বিরাট কোহলির খেলা পছন্দ করে। তবে রোহিত শর্মাকে আরও বেশি ভালবাসে ওঁরা। রোহিতকে পাকিস্তানিরা ভারতীয় ইনজামাম বলেন।"
সেই আলোচনায় শোয়েব আখতারের সঙ্গে হাজির ছিলেন মহম্মদ কাইফ। সুপার ১২-এর মেগা দ্বৈরথে পাকিস্তানের থেকে ভারতকে এগিয়ে রাখছেন কাইফ। প্রাক্তন ভারতীয় তারকা জানিয়েছেন, বিশ্বকাপে খেলতে নামার আগে আমিরশাহিতে আইপিএল আয়োজন ভারতের পক্ষেই যাবে।
আরও পড়ুন: IPL-এ এবার হয়ত রোনাল্ডোর Man U! সৌরভদের সঙ্গে সরাসরি যোগাযোগ বিশ্বখ্যাত ক্লাবের
"ঐতিহাসিকভাবে ভারত বিশ্বকাপের ম্যাচে বরাবর জিতে এসেছে। তবে সংশ্লিস্ট দিনে কোন দেশ কেমন পারফর্ম করবে, সেটাই ফারাক গড়ে দেবে। ভারতীয় দল আমিরশাহিতে আইপিএল খেলে টুর্নামেন্টে খেলতে নামছে। পরিবেশের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। এটা একটু হলেও ভারতকে এগিয়ে রাখবে। পাকিস্তান যদি জেতে সেটা অঘটনই হবে। অবশ্যই ম্যাচে যেকোনও কিছু ঘটতে পারে। তবে খাতায় কলমে ভারত অনেক এগিয়ে।" বলে দিয়েছেন কাইফ।
কাইফের বক্তব্যে সহমত হয়েছেন শোয়েব আখতারও। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের যুক্তি, যে দল বেশি সাহস প্রদর্শন করবে, তারাই জিতবে। তারকা স্পিডস্টার জানিয়েছেন, "বড় ম্যাচে প্লেয়ারদের নাম নয়, বরং সাহস ফারাক গড়ে দেয়। কোনও সন্দেহ নেই, ভারতীয় ক্রিকেটাররা অনেক এগিয়ে। তবে সাহস এবং সঠিক পরিকল্পনা অনেক হিসাব নিকেশ উল্টে দিতে পারে। তাছাড়া টি২০ বরাবর খটমট ফরম্যাট। দুই দলের জেতার সম্ভবনা ৫০-৫০। নির্দিষ্ট দিনে ক্রিকেটাররা কেমন পারফর্ম করে, সেটাই আসল ফ্যাক্টর।"
গ্রুপ পর্ব থেকে ছয় দলের মধ্যে মাত্র দুই দল সেমিফাইনালে পৌঁছবে। তাই দুই দলের সেমিফাইনালে পৌঁছনোর অঙ্ক অনেকটাই নির্ভর করবে ভারত-পাকিস্তান ম্যাচে ওপর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন