Advertisment

কোহলির বোলিংয়ে বেনজির ব্যঙ্গ স্মিথের! টুর্নামেন্ট শুরুর আগেই উত্তপ্ত ময়দান, দেখুন ভিডিও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম যায় ম্যাচে হাত ঘোরাতে দেখা গিয়েছিল কোহলিকে। তখনই বিতর্কিতভাবে ব্যঙ্গ করে বসেন স্টিভ স্মিথ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের অন্যতম উদ্দেশ্যই থাকে স্কোয়াডের প্রত্যেক ক্রিকেটারকে পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসের বন্দোবস্ত করা। তবে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টিম ইন্ডিয়া যে যেভাবে সকলকে অবাক করবে, ভাবা যায়নি।

Advertisment

অনুশীলন ম্যাচে কোহলি থাকা সত্ত্বেও জাতীয় দলের নেতৃত্ব দিলেন রোহিত শর্মা। আর অস্ট্রেলীয় ইনিংসের সপ্তম ওভারেই ক্যাপ্টেন রোহিত বিরাটের হাতে বল তুলে দিয়েছিলেন। কেরিয়ারের প্ৰথম দিকে কোহলি মিডিয়াম পেসার থাকলেও বহুদিন অনভ্যাসেই মরচে পড়ে গিয়েছিল কোহলির বোলিংয়ে।

আরও পড়ুন: মুকেশ-নীতা আম্বানির চিঠি পেয়ে কেঁদে ভাসান হার্দিক! ঘটনা প্রকাশ্যে আনলেন তারকা

কোহলিকে যখন রোহিত আক্রমণে আনেন, সেই সময় অস্ট্রেলীয়দের হয়ে ব্যাট করছিলেন গ্লেন ম্যাক্সওয়েল এবং স্টিভ স্মিথ। আর বল হাতে কোহলিকে দেখে হাসি চাপতে পারেননি স্মিথ। এমনকি কোহলির বোলিং নিয়ে ব্যঙ্গও করে বসেন অজি তারকা।

মিডিয়াম পেসার কোহলি নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান খরচ করেন। ১১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলার পরে অজি ইনিংস গড়ার কাজ চালিয়ে যাচ্ছিলেন ম্যাক্সওয়েল এবং স্মিথ। যাইহোক, প্ৰথম ওভারে মাত্র ৪ রান খরচ করলেও কোহলি দ্বিতীয় ওভারে ৮ রান দেন। সবমিলিয়ে দু ওভার হাত ঘুরিয়ে কোহলি ১২ রান খরচ করেন।

প্রস্তুতি ম্যাচে কোহলিকে বল করতে দেখে ভারতীয় ক্রিকেট মহল বেশ আশাবাদী। বলা হচ্ছে, হার্দিক পান্ডিয়া বাদে সেই অর্থে কোনও পেসার অলরাউন্ডার না থাকার অভাব কিছুটা পূরণ করতে পারেন কোহলি। দু-এক ওভার অনায়াসে হাত ঘুরিয়ে টিম ম্যানেজমেন্টকে এক অর্থে বুধবার স্বস্তিই দিলেন মহাতারকা।

আরও পড়ুন: কোচ দ্রাবিড়ের নিয়োগ কোহলি-রোহিতের হাতে! দুজনে কি চাইছেন মহাতারকাকে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে টসের সময়েই রোহিত শর্মা ইঙ্গিত দিয়েছিলেন টপ অর্ডারের কেউ একজন ষষ্ঠ বোলিংয়ের দায়িত্ব পালন করবেন। "আমি, বিরাট অথবা সূর্যকুমার যাদব প্রয়োজন পড়লে ষষ্ঠ বোলিংয়ের দায়িত্ব পালন করতে পারি। পাঁচজন কোয়ালিটি বোলার রয়েছে দলে। তবে ষষ্ঠ বোলিংয়ে কে দায়িত্ব নেয়, দেখা যাক।" বলেছিলেন রোহিত শর্মা।

ভারত টুর্নামেন্টে দারুণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। তবে টিম ম্যানেজমেন্টের চিন্তা একটাই- পাঁচজন বোলার থাকলেও হার্দিক এখনও বল করেননি। হার্দিক একান্তই হাত ঘোরাতে না পারলে, ষষ্ঠ বোলিং অপশন কী হবে!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Steve Smith T20 World Cup
Advertisment