নামিবিয়া: ১৩২/৮
ভারত: ১৩৬/১
জয় দিয়েই ক্যাপ্টেন কোহলির শেষ টি২০ ম্যাচ সমাপ্ত হল। রবিবারই বিশ্বকাপে ভারতের ভাগ্য নির্ধারণ সম্পূর্ণ হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায়।
তারপর নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারত গ্রুপের শেষ ম্যাচে নেমেছিল নামিবিয়ার বিরুদ্ধে। ক্যাপ্টেন কোহলির এটাই ছিল টি২০ নেতা হিসেবে শেষ ম্যাচ। অন্যদিকে কোচ শাস্ত্রীর জাতীয় দলে কোচিং কেরিয়ারেও ফুলস্টপ পড়ল সোমবার।
আরও পড়ুন: ৪ ওভারে কোনও রান না দিয়েই ২ উইকেট! টি২০-র ইতিহাসে প্রথম ভারতীয় স্পিনার
শাস্ত্রী-কোহলির পার্টনারশিপের শেষ ম্যাচে ভারত নামিবিয়াকে হারাল ৯ উইকেটে। টসে জিতে নামিবিয়াকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। স্কোরবোর্ডে আফ্রিকান দলটি ১৩২/৮-এর বেশি তুলতে পারেনি। সেই রান তাড়া করে ভারত জিতল ১৫.২ ওভারে। ২৮ বল বাকি থাকতে হাতে ৯ উইকেট নিয়ে।
ভারতের স্কটল্যান্ড ম্যাচের একাদশ থেকে একটিই পরিবর্তন হয়েছিল। বরুণ চক্রবর্তীর জায়গায় দলে নেওয়া হয়েছিল রাহুল চাহারকে। যাইহোক, সোমবার নামিবিয়া শুরুটা খারাপ করেনি। দুই ওপেনার মিচেল ভ্যান লিঙেন (১৪) এবং মাইকেল বার্ড (২১) মোটামুটি শুরু করেন। ওপেনিং জুটিতে ৩১ তুলে ফেলেন দুজনে। এরপরে বুমরা সেই জুটিতে ব্রেক থ্রু দেওয়ার পরেই সমস্যায় পড়ে নামিবিয়া।
আরও পড়ুন: আইপিএল পরিকল্পনাতেই ভারতের ভরাডুবি! বিশ্বকাপ ব্যর্থতায় সৌরভদের সরাসরি নিশানা শাস্ত্রীর
নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে নামিবিয়া শেষ পর্যন্ত ৮ উইকেটের বিনিময়ে ১৩২ তোলে স্কোরবোর্ডে। শেষদিকে ডেভিড ওয়াইজ ২৬ করে দলকে টানেন। জাদেজা এবং অশ্বিন দুজনেই তিনটে করে উইকেট নেন। বুমরার শিকার দুজন। বরুণ চক্রবর্তীর জায়গায় খেলতে নামা রাহুল চাহার ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে ৩০ রান খরচ করে বসেন। কোনও উইকেটও নিতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে রাহুল-রোহিতের ওপেনিং পার্টনারশিপেই ম্যাচ কার্যত দখল নিয়ে নেয় ভারত। দুজনেই শুরুর জুটিতে ৮৬ তুলে যান। রোহিত শর্মা ৩৭ বলে ৫৬ করে আউট হয়ে গেলেও কেএল রাহুল (৩৬ বলে ৫৪) এবং সূর্যকুমার যাদব (১৯ বলে ২৫) ম্যাচ ফিনিশ করে আসেন। ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা।
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, মহম্মদ শামি, রাহুল চাহার, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন