দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হারার পরেই পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বড়সড় অঘটন না ঘটলে চলতি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। অঙ্কের বিচারে যদিও এখনও ক্ষীণ আশা রয়েছে। তবে অনেক 'যদি', 'কিন্তু' সমীকরণের ওপর দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানের শেষ চারের ভাগ্য।
এমন অবস্থায় পাকিস্তানের প্রাক্তন তারকা সেলিম মালিক বলে দিলেন, পাকিস্তানকে ছিটকে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে হেরে বসেছে টিম ইন্ডিয়া। পাক সংবাদ মাধ্যম ২৪ নিউজ এইচডি-তে সেলিম মালিক বলে দিয়েছেন, "ভারত কখনই চাইবে না, পাকিস্তান সেমিতে পৌঁছক।"
আরও পড়ুন: একী পারফরম্যান্স কোহলির! মাঠেই বিরক্তি প্রকাশ রোহিত-অশ্বিনের, দেখুন বিষ্ফোরক ভিডিও
সেই টক শো-য়ে হাজির ছিলেন অন্য এক সদ্য প্রাক্তন ওয়াহাব রিয়াজ। তিনি মালিককে থামিয়ে বলেন, "এটা আপনার অভিমত।" হেসে এই বক্তব্যে সহমত প্রকাশ করেন সেলিম মালিক।
কোহলি-রোহিত সহজ আউটের সুযোগ হাতছাড়া করেছিলেন। রান তাড়া করতে নেমে আইডেন মারক্রাম চার বাউন্ডারি, এক ছক্কায় ৩৮ বলে ফিফটি হাঁকিয়ে যান। তিনি যখন ৩৫ রানে ব্যাট করছিলেন, সেই সময় বিরাট কোহলি বাউন্ডারি লাইনের ধারে লোপ্পা ক্যাচ ফস্কে বসেন। পরে রোহিত শর্মাও সহজ রান আউট করতে পারেননি।
ভারতীয় ফিল্ডিংকে কাঠগড়ায় তুলে সেলিম মালিক বলে দিয়েছেন, "আজ যদি ভারত ফিল্ডিং সামান্য ভাল করত, তাহলে ম্যাচ জিতে যেত। সবথেকে হতাশার হল, ভারত একদম জঘন্য ফিল্ডিং করেছে। এই ক্যাচ তো ফসকানোর নয়।"
আরও পড়ুন: ভারতের হারে বুক শুকিয়ে গেল পাকিস্তানের! এখনই কি দেশে ফেরার টিকিট কাটতে হবে বাবরদের
"ভারত-পাকিস্তানের শত্রুতা চিরকালীন। তবে ওঁদের ফিল্ডিং যত কম বলা যায়, ততই ভাল। শুরুতে ওঁদের মধ্যে প্রচেষ্টা ছিল। জোশ নিয়ে খেলছিল ওঁরা। তবে ওঁরা যেভাবে ফিল্ডিং করল মনে হচ্ছিল ওঁরা পাকিস্তানকে একদম পছন্দ করে না।"
তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত আপাতত গ্রুপের দ্বিতীয় স্থানে। সমসংখ্যক ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫ পয়েন্টে শীর্ষে। গ্রুপ-২'এ জোড়া হার হজম করে পাকিস্তান এখন পঞ্চম স্থানে। বৃহস্পতিবার পাকিস্তান নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেমির আশা বাঁচিয়ে রাখার জন্য পাকিস্তানকে ওই ম্যাচে জিততেই হবে।