Tamannaah Bhatia Love Rumour: পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ে করেছিলেন তামান্না? সামনে এল আসল সত্যিটা

Tamannaah Bhatia Abdul Razzaq Rumour: ২০২০ সালের কথা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে তামান্না ভাটিয়ার বিবাহের খবর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিল। যদিও এই ব্যাপারে একেবারে খুল্লমখুল্লা আলোচনা করলেন ভারতের এই বলি অভিনেত্রী।

Tamannaah Bhatia Abdul Razzaq Rumour: ২০২০ সালের কথা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে তামান্না ভাটিয়ার বিবাহের খবর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিল। যদিও এই ব্যাপারে একেবারে খুল্লমখুল্লা আলোচনা করলেন ভারতের এই বলি অভিনেত্রী।

author-image
IE Bangla Sports Desk
New Update
Tamannaah Bhatia

লিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া

Tamannaah Bhatia: সিনে দুনিয়ার সঙ্গে ২২ গজের সম্পর্ক নতুন কোনও বিষয় নয়। তবে এমনও কিছু ঘটনা শুনতে পাওয়া যায়, যেগুলো একেবারেই ভিত্তিহীন। তেমনই একটি খবর বলি অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে শুনতে পাওয়া গিয়েছিল। খবরটা বেশ কয়েকবছর আগেকার। রটেছিল, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুল রাজ্জাককে নাকি বিয়ে করতে চলেছেন তামান্না। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে তাঁকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তামান্না জানান, একটা মিথ্যে খবর কীভাবে সোশ্যাল মিডিয়ায় কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল।

Advertisment

এই গুজব নিয়ে প্রতিক্রিয়া দিলেন তামান্না

২০২০ সালের কথা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে তামান্না ভাটিয়ার বিবাহের খবর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিল। যদিও এই ব্যাপারে একেবারে খুল্লমখুল্লা আলোচনা করলেন ভারতের এই বলি অভিনেত্রী। জানালেন, একটি জুয়েলারি স্টোরের উদ্বোধন করতে গিয়ে আবদুল রাজ্জাকের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। আর সেই ছবি প্রকাশ্যে আসতে না আসতেই লোকজন একের পর এক ভিত্তিহীন জল্পনা করতে শুরু করেন। খানিক কটাক্ষের সুরে ক্ষমা চেয়ে তিনি বললেন, 'মজা করতে হবে বলে আবদুল রাজ্জাক! ইন্টারনেট সত্যিই একটা হাস্যকর জায়গা। সোশ্যাল মিডিয়ায় তো আমি এমনও খবর দেখেছি যে আবদুল রাজ্জাকের সঙ্গে আমার নাকি কয়েকদিনের জন্য বিয়েও হয়ে গিয়েছিল। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। আপনার ২-৩ সন্তান রয়েছে। আপনার জীবনের ব্যাপারে আমি কিছু জানি না। তবে এটা অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা।'

Advertisment

Tamannaah Bhatia: 'কাউকে ভালবাসলে তাঁকে স্বাধীনতা দিতে হবে', বিজয়ের সঙ্গে ব্রেক-আপের পর প্রথমবার মুখ খুললেন তামান্না

শুধুমাত্র আবদুল রাজ্জাক নন, ভারতের কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তামান্না ভাটিয়ার নাম জড়িয়ে পড়েছিল। এই গুজবের ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তামান্না বললেন, 'এই ব্যাপারগুলো সত্য়িই আমার খুব লাগে। কারণ ওঁর সঙ্গে একবারই মাত্র আমার দেখা হয়েছিল। এরপর থেকে বিরাটের সঙ্গে আমার আর কখনও দেখা হয়নি।'

Tamannaah Bhatia-Vijay Varma: তবে কি বিচ্ছেদ শিরোধার্য? একই হোলি পার্টিতে একে অপরের মুখও দর্শন করলেন না বিজয়-তামান্না!

ওই অভিনেত্রী আরও যোগ করেন, 'এই ধরনের ঘটনাগুলো আমার খুব অদ্ভুত লাগে। অনেক সময় সংবাদমাধ্যমেও এই ঘটনাগুলোকে হাওয়া দেওয়া হয়। এমন একজন মানুষের সঙ্গে আমার নাম যোগ করা হয়, যাঁর সঙ্গে আমার কোনও যোগাযোগই থাকে না। তবে এই ব্যাপারগুলো তো আর আপনার হাতে নেই।'

Tamannaah-Vijay: তামান্না-বিজয়ের ব্রেক-আপ শুধুই গুঞ্জন! বিচ্ছেদচর্চার মাঝেই অভিনেত্রীর কোন ভিডিও ঘিরে শোরগোল?

নিজেকে গুগল করেন তামান্না

তামান্নার নিজের পাবলিক ইমেজ নিয়ে সবসময় সচেতন থাকতে ভালবাসেন। তিনি বললেন, 'আমি নির্দিষ্ট সময় অন্তর নিজেকে গুগল করতে ভালবাসি। দর্শকরা আমাকে নিয়ে কী চিন্তাভাবনা করে, সেটা জানার চেষ্টা করি। একজন অভিনেত্রী হওয়ার কারণে লোকজন আমাকে নিয়ে কী চিন্তাভাবনা করে, সেটা জানা উচিত।'

Tamannaah Bhatia