Indian Cricket Team: ম্যান ইউয়ের ডেরায় টিম ইন্ডিয়া, খেলল ফুটবল ম্যাচ, পেনাল্টি থেকে কে গোল করল জানেন?

Team India meets Manchester United: ভারতীয় ক্রিকেটাররা ম্যানইউ-র লাল জার্সি পরে ছবি তোলেন, আর ফুটবলারেরা পরেন ভারতের ব্লু জার্সি। দুই দলের মধ্যে ফুটবল এবং ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়।

Team India meets Manchester United: ভারতীয় ক্রিকেটাররা ম্যানইউ-র লাল জার্সি পরে ছবি তোলেন, আর ফুটবলারেরা পরেন ভারতের ব্লু জার্সি। দুই দলের মধ্যে ফুটবল এবং ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India meets Manchester United: ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মজার ম্যাচ টিম ইন্ডিয়ার

Team India meets Manchester United: ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মজার ম্যাচ টিম ইন্ডিয়ার

Indian Cricketers visit Manchester United: ইংল্যান্ডে ক্রিকেট যতই জনপ্রিয় হোক না কেন, ওল্ড ট্র্যাফোর্ডে গেলে বোঝা যায়, এখানে রাজত্ব করছে ফুটবলই। কারণ এটাই ইংল্যান্ডের সবচেয়ে সফল ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) হোম গ্রাউন্ড। আর সেই বিখ্যাত ক্লাব এবার আমন্ত্রণ জানিয়েছিল টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team)।

Advertisment

রবিবার ভারতীয় দল পৌঁছে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে। সেখানে দুই দলের খেলোয়াড়রা একসঙ্গে চুটিয়ে আড্ডা দেন, মজা করেন।

Advertisment

ভারতীয় ক্রিকেটাররা ম্যানইউ-র লাল জার্সি পরে ছবি তোলেন, আর ফুটবলারেরা পরেন ভারতের ব্লু জার্সি। দুই দলের মধ্যে ফুটবল এবং ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন মহাবিপদে গম্ভীরের চাকরি! প্রাক্তন সতীর্থের এক কথায় ডুবতে পারে কোচিং কেরিয়ার

 

Gambhir-Amorim: গৌতম গম্ভীর এবং ম্যানচেস্টারের কোচ রুবেন আমোরিম
Gambhir-Amorim: গৌতম গম্ভীর এবং ম্যানচেস্টারের কোচ রুবেন আমোরিম

 

এই দিন শুভমান গিল ও ঋষভ পন্থ পেনাল্টি থেকে গোল করেন।

 

Rishabh Pant Penalty: পেনাল্টি থেকে গোল করেন ঋষভ পন্থ
Rishabh Pant Penalty: পেনাল্টি থেকে গোল করেন ঋষভ পন্থ

 

মহম্মদ সিরাজের বল মোকাবিলা করতে ব্যাট হাতে নেমে পড়েন হ্যারি ম্যাগুয়ের। সিরাজের বলে হ্যারি কিছু ডিফেন্সিভ শটও খেলেন।

আরও পড়ুন মাত্র ২৫ বছরেই ভারতের নয়া 'ব্র্যান্ড কিং' শুভমান! একটা বিজ্ঞাপনের জন্য কত টাকা নিচ্ছেন জানেন?

 

Siraj-Maguire: সিরাজের বলে ডিফেন্সিভ শট খেলেন ম্যাগুয়ের
Siraj-Maguire: সিরাজের বলে ডিফেন্সিভ শট খেলেন ম্যাগুয়ের

 

ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সি হাতে পেয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন রবীন্দ্র জাডেজা। তিনি সেই জার্সি অনেকক্ষণ ধরে দেখছিলেন।

 

Jadeja Man U: ম্যানচেস্টারের জার্সি পেয়ে আবেগপ্রবণ জাডেজা
Jadeja Man U: ম্যানচেস্টারের জার্সি পেয়ে আবেগপ্রবণ জাডেজা

 

করুণ নায়ার ও প্রসিদ্ধ কৃষ্ণ ইংলিশ ফুটবলারদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্পে মেতে ছিলেন। আর ঋষভ পন্থ নিজের জার্সি উপহার দেন ম্যানইউ-র ব্রুনো ফার্নান্ডেজকে।

 

Pant-Bruno: নিজের সই করা ব্যাট উপহার দিলেন পন্থ
Pant-Bruno: নিজের সই করা ব্যাট উপহার দিলেন পন্থ

 

এই বিশেষ মুহূর্তের একাধিক ছবি এক্স (প্রাক্তন টুইটার)-এ পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

BCCI Manchester United Indian Cricket Team