Shubman Gill: মাত্র ২৫ বছরেই ভারতের নয়া 'ব্র্যান্ড কিং' শুভমান! একটা বিজ্ঞাপনের জন্য কত টাকা নিচ্ছেন জানেন?

Shubman Gill brand value: ক্রিকেট বিশেষজ্ঞ ও ব্র্যান্ড কনসালটেন্সি সংস্থাগুলির মতে, গিল এখন দেশের সবচেয়ে দামি ও জনপ্রিয় ক্রীড়া তারকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

Shubman Gill brand value: ক্রিকেট বিশেষজ্ঞ ও ব্র্যান্ড কনসালটেন্সি সংস্থাগুলির মতে, গিল এখন দেশের সবচেয়ে দামি ও জনপ্রিয় ক্রীড়া তারকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill Brand Value: শুভমান গিল ব্র্যান্ডিংয়ের দুনিয়াতেও তোলপাড় ফেলে দিয়েছেন

Shubman Gill Brand Value: শুভমান গিল ব্র্যান্ডিংয়ের দুনিয়াতেও তোলপাড় ফেলে দিয়েছেন

Shubman Gill ad fees: ভারতীয় ক্রিকেটের 'প্রিন্স' শুভমান গিলের (Shubman Gill) এখন বৃহস্পতি তুঙ্গে। ভারতের (Indian Cricket Team) টেস্ট ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে মাঠে তো বটেই, মাঠের বাইরেও শুভমানের বাজারদর আকাশ ছুঁয়েছে। শুভমান গিল শুধু ২২ গজেই ছক্কা-চারের ঝড় তুলছেন না, ব্র্যান্ডিংয়ের দুনিয়াতেও তোলপাড় ফেলে দিয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞ ও ব্র্যান্ড কনসালটেন্সি সংস্থাগুলির মতে, গিল এখন দেশের সবচেয়ে দামি ও জনপ্রিয় ক্রীড়া তারকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। 

Advertisment

মাঠে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স, মাঠের বাইরে শান্ত স্বভাব এবং তরুণ প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাঁকে ভারতের পরবর্তী ব্র্যান্ড সুপারস্টার করে তুলছে। দুই বছর আগে শুভমান একটি বিজ্ঞাপনের জন্য যেখানে প্রায় ১ কোটি টাকা পেতেন, এখন সেই পরিমাণ বেড়ে ৭ কোটি টাকায় পৌঁছেছে।

দেশের সবচেয়ে দামি ব্র্যান্ড হতে চলেছেন গিল 

Advertisment

Business Standard-এর একটি প্রতিবেদন অনুযায়ী, Alchemist Brand Consulting-এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার সুমিত সিনহা জানিয়েছেন, শুভমান গিল এখন এমন এক জায়গায় পৌঁছে গিয়েছেন, যেখান থেকে তিনি দেশের সবচেয়ে দামি ক্রীড়াব্যক্তিত্ব হয়ে উঠতে পারেন। ইংল্যান্ডে টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয়। তিনি তরুণ, আকর্ষণীয় চেহারা এবং স্মার্ট উপস্থিতির অধিকারী, যা তাঁকে শক্তিশালী ব্র্যান্ড করে তুলছে।

আরও পড়ুন 'এবার শুভমানের আসল পরীক্ষা...', চতুর্থ টেস্টের আগেই ভবিষ্যৎবাণী প্রাক্তন অধিনায়কের

শচীন-বিরাটের সমতুল্য ব্র্যান্ড ভ্যালু 

ব্র্যান্ড বিশেষজ্ঞদের মতে, দেশের ব্র্যান্ডিং ইতিহাসে যদি কেউ শচীন তেন্ডুলকর কিংবা বিরাট কোহলির মতো মহাতারকাদের সমতুল্য ব্র্যান্ড ভ্যালু অর্জন করতে পারেন, তাহলে সেটা শুভমান গিল-ই। সম্প্রতি গিল এমআরএফ-এর সঙ্গে ৩ বছরের জন্য ৩৫ কোটি টাকার চুক্তি করেছেন।

কেন ব্র্যান্ডগুলির প্রথম পছন্দ গিল? 

Rediffusion-এর ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ গোয়েলের মতে, গিলের ব্যাটিং যেমন শক্তিশালী, তেমনই তিনি বিতর্ক থেকে দূরে থাকেন, যা তাঁকে ব্র্যান্ডগুলির কাছে আরও আকর্ষণীয় করে তোলে। গোয়েল বলেন, “গিল মাঠে বিরাট কোহলির মতো আক্রমণাত্মক নন, তবে তাঁর শান্ত ব্যক্তিত্বই তাঁকে আলাদা করে তোলে। এজন্য বিজ্ঞাপনদাতারা তাঁকে পছন্দ করেন।”

আরও পড়ুন অন্য মহিলার সঙ্গে 'গোপন প্রেম', চোখে-চোখেই শুভমানকে রেড অ্যালার্ট সারার! Video Viral

শুভমান গিলের বিজ্ঞাপন পারিশ্রমিক কত? 

বর্তমানে গিল নাইকি, কোকা-কোলা, টাটা ক্যাপিটাল, বাজাজ অ্যালিয়াঞ্জ, ওকলি, এঙ্গেজ ও এমআরএফ-সহ একাধিক বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। গোয়েলের মতে, “দু’ বছর আগে গিল একটি বিজ্ঞাপনের জন্য প্রায় ১ কোটি টাকা পেতেন, আর এখন সেই পারিশ্রমিক ৭ কোটিতে পৌঁছেছে।”

ভারতে ক্রিকেট মানেই ব্র্যান্ড ভ্যালু 

Harish Bijoor Consults Inc.-এর প্রধান হরিশ বিজুর মনে করেন, ক্রিকেট হল ভারতের সবচেয়ে বড় ব্র্যান্ড এবং গিল বর্তমানে তার সেরা ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের একজন। তিনি বলেন, “গিলের ব্যবহার একেবারে পাশের বাড়ির ছেলের মতো সহজ-সরল। এটাই তাঁকে আর পাঁচজন সাধারণ মানুষের মতো মনে হয়। তাঁর এই স্বাভাবিকতা ব্র্যান্ডিংয়ের দুনিয়ায় তাঁকে শক্ত ভিত গড়ে দিয়েছে।”

আরও পড়ুন কী কারণে লর্ডসে হারল ভারত? আসল কারণটা বলে ফেললেন শুভমান

Indian Cricket Team Shubman Gill