Advertisment

আফগানিস্তান টেস্টে কোহলির বদলে করুণ, জাতীয় দলে রায়ডু-আয়ার-কাউল

ফলে আগামী ১৪ জুন আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ঐতিহাসিক টেস্টে খেলা হবে না বিরাটের।  প্রত্যাশামতোই তাঁর পরিবর্তে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে অজিঙ্ক রাহানের হাতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahane to Lead Against Afghanistan; Shreyas Iyer, Ambati Rayudu and Siddarth Kaul Included for England ODIs

আফগানিস্তান টেস্টে কোহলির বদলে করুণ, জাতীয় দলে রায়ডু-আয়ার-কাউল

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলে এলেন করুণ নায়ার। যদিও ২৪ ঘণ্টা আগে মনে করা হচ্ছিল যে, কোহলির বদলে জাতীয় দলের দরজা খুলে যেতে পারে শ্রেয়স আয়ারের। কিন্তু ভাগ্য খুলে গেল টেস্ট ক্রিকেটে দেশের দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিকারীর।

Advertisment

সারের বিরুদ্ধে কাউন্টি খেলবেন বলে আগেই জানিয়েছিলেন বিরাট। ফলে আগামী ১৪ জুন আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ঐতিহাসিক টেস্টে খেলা হবে না বিরাটের।  প্রত্যাশামতোই তাঁর পরিবর্তে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে অজিঙ্ক রাহানের হাতে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু ম্যাচের টি-২০ সিরিজে ফের দলে ফিরবেন কোহলি।

আরও পড়ুন, আইসিসি বিশ্ব একাদশে ভারতের হয়ে খেলবেন কার্তিক-পাণ্ডিয়া

মঙ্গলবার এমএসকে প্রসাদের জাতীয় নির্বাচক কমিটি একসঙ্গে হাফ ডজন দল বেছে নিয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট ছাড়াও, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান-ডে ও তিন ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষিত হয়েছে।  পাশাপাশি আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের  জন্য দলও নির্বাচিত হয়েছে এদিন। এখানেই শেষ নয়। রাহুল দ্রাবিড়ের ইন্ডিয়া ‘এ’ টিম ইংল্যান্ড লায়ন্স ( ইংল্যান্ড ‘এ’) ও ওয়েস্ট ইন্ডিজ  ‘এ’ দলের বিরুদ্ধে ত্রি-দেশীয় ওয়ান-ডে সিরিজে অংশ নেবে। সে জন্যেও দল বাছাই করা হয়েছে। পৃথ্বী সাউ, শুভমান গিল ও শিবম মাভিরা রাহুলের দলে জায়গা করে নিয়েছেন।

ভারতীয় টেস্ট দল মোটামুটি একইরকম থাকছে।  চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মারা কাউন্টি থেকে ফিরে জাতীয় দলে যোগ দেবেন। করুণ নায়ার দলে ফিরলেন ঠিকই, কিন্তু প্রথম একাদশে তিনি সুযোগ পাবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। কারণ মুরলী বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা ও অধিনায়ক রাহানের খেলা পাকা। সেক্ষেত্রে নায়ারের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন, আইপিএল ২০১৮: সিরাজের বাড়িতে ডিনারে কোহলি-পার্থিব

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে দল নির্বাচনের ক্ষেত্রে চলতি আইপিএলের পারফরম্যান্সের দিকেও চোখ রেখেছেন প্রসাদ অ্যান্ড কোং। দুরন্ত ফর্মে থাকা তিন ক্রিকেটারেরই শিকে ছিঁড়েছে ভারতীয় দলে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন চেন্নাই সুপার কিংসের আম্বাতি রায়ডু, এসেছেন দিল্লি ডেয়ারডেভিলসের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার। এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার সিদ্ধার্থ কাউল। টি-২০ সিরিজের জন্য একপ্রকার নিদাহাস ট্রফির দলটাই ধরে রাখা হয়েছে। শুধু কোহলির সংযোজন হয়েছে সেখানে। 

BCCI Virat Kohli
Advertisment