Indian Cricket Team: ইংল্যান্ড সফর শেষ করে বাংলাদেশে (India vs Bangladesh) যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। ঠিক ছিল যে এই দুটো দেশের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে এবং তিন ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হবে। আপাতত এই সিরিজ স্থগিত হয়ে গিয়েছে। অর্থাৎ অগাস্ট মাসে ভারত বনাম বাংলাদেশ সিরিজ আয়োজন করা হবে না। তবে এবার টিম ইন্ডিয়া ওয়ানডে সিরিজও খেলবে, খেলবে আন্তর্জাতিক টি-২০ সিরিজও। যদিও ভারতীয় ক্রিকেট দল বদলে যাবে। শোনা যাচ্ছে, ভারত এবং শ্রীলঙ্কার (India vs Sri Lanka) মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে এবং তিন ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হতে পারে। যদি এই সিরিজের জন্য সবুজ সংকেত দেওয়া হয়, তাহলে শীঘ্রই সূচি জারি করা হবে।
ভারত-বাংলাদেশ ট্যুর এবং লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত হতেই নতুন সম্ভাবনা
ভারতীয় ক্রিকেট দল আপাতত বাংলাদেশ সফরে যাচ্ছে না। ইতিমধ্যে শোনা যাচ্ছে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি সিরিজ আয়োজন করা হতে পারে। এই দুটো দেশের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে এবং তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলা হবে। কিন্তু, এর পিছনে কারণ কী সেটা আগে জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখা ভাল যে বাংলাদেশ সফরে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। অর্থাৎ টিম ইন্ডিয়ার হাতে এখন অনেকটা সময় বাকি রয়েছে। অন্যদিকে, জুলাই এবং অগাস্ট মাসে লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু, সেটাও আপাতত হচ্ছে না। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কান ক্রিকেটারদের হাতেও এখন অঢেল সময় রয়েছে। যদিও এখনও পর্যন্ত এই সিরিজ নিয়ে কোনও সবুজ-সংকেত পাওয়া যায়নি।\
IND vs ENG: নিজের পায়েই কুড়ুল মারছে ইংল্যান্ড! কালিদাস হবেন বেন স্টোকস?
দুই দেশের বোর্ড সম্মতি দিলেই শীঘ্রই প্রকাশিত হবে সূচি
এখনও পর্যন্ত বিসিসিআই এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এই ব্যাপারে কোনও আধিকারিক বিবৃতি দেয়নি। কিন্তু, নিউজ ওয়্যার মারফৎ পাওয়া খবর অনুসারে, এই নয়া সম্ভাবনার কথা জানা গিয়েছে। টিম ইন্ডিয়ার আপাতত শ্রীলঙ্কা সফরের কোনও সূচি অবশ্য নেই। কিন্তু, বাংলাদেশ সফর স্থগিত হওয়ার পর একটা নতুন ছবি উঠে আসতে শুরু করেছে। জানা গিয়েছে, আগামী অগাস্ট মাসের শেষদিকে শ্রীলঙ্কা জিম্বাবোয়ে সফরে যেতে পারে। কিন্তু, তার আগেই সম্ভাব্য এই সিরিজটা শেষ করা যেতে পারে। যদি ভারত এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এই ব্যাপারে সম্মতি প্রদান করে, তাহলে খুব শীঘ্রই সিরিজের সূচি প্রকাশ করা হবে।
Shubman Gill 5 Records: লর্ডসেই লেখা হবে ইতিহাস! এই ৫ রেকর্ডের দোরগোড়ায় শুভমান
শেষবার ২০২৪ সালে খেলা হয়েছিল ভারত-শ্রীলঙ্কা সিরিজ
ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে শেষবার ওয়ানডে এবং টি-২০ সিরিজ ২০২৪ সালে খেলা হয়েছিল। সেইসময় টিম ইন্ডিয়া টি-২০ সিরিজে জয়লাভ করে। কিন্তু, ওয়ানডে সিরিজটা পকেটে পুরেছিল লঙ্কাবাহিনী। বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলছে। এই সিরিজে শ্রীলঙ্কা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। এই পরিস্থিতিতে যদি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সিরিজ আয়োজন করা হয়, তাহলে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।