Team India suffers defeat against Vietnam in hung thinh tournament Sports: ৩ গোলে বিধ্বস্ত ভারত! বিদেশের মাঠে লজ্জায় মাথা হেঁট স্টিম্যাচের | Indian Express Bangla

৩ গোলে বিধ্বস্ত ভারত! বিদেশের মাঠে লজ্জায় মাথা হেঁট স্টিম্যাচের

ভিয়েতনামের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই শোচনীয় হার হজম করল ইগর স্টিম্যাচের টিম ইন্ডিয়া।

৩ গোলে বিধ্বস্ত ভারত! বিদেশের মাঠে লজ্জায় মাথা হেঁট স্টিম্যাচের

ভারত: ০
ভিয়েতনাম: ৩ (ভ্যান ডুক, এনগুয়েন- ২)

প্ৰথম ম্যাচে তা-ও ড্র করেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে আয়োজক ভিয়েতনামের বিরুদ্ধে একদম বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ল ইগর স্টিম্যাচের ভারত। প্রথমার্ধে র শুরুতেই গোলের পর আরও দু-গোল হজম করে মাথা হেঁট সুনীল ছেত্রীদের।

ম্যাচের শুরুর ১০ মিনিটেই এগিয়ে গিয়েছিল ভিয়েতনাম। ফান ভ্যান দুকের গোলে আয়োজক দেশ লিড নেওয়ার পর বিরতির পর আর কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের একদম প্রথমেই এনগুয়েনের গোলে ২-০ এগিয়ে যায় ভিয়েতনাম। এরপরে প্রায় দ্বিতীয়ার্ধের পুরোটাই ম্যাচে ফেরার সুযোগ পেলেও ভারত কখনই ম্যাচে ফিরতে পারেনি। বরং পরিবর্ত হিসাবে নামা এনগুয়েন ভারতের লজ্জা বাড়িয়ে ৩-০ করে যান।

আরও পড়ুন: কলকাতায় পা রাখছে ‘লাল-হলুদ’ Man U! পুজোর আগে বিশাল ঘোষণায় হৈচৈ রোনাল্ডোদের

ভিয়েতনামের বিরুদ্ধে ভারতের ট্র্যাকরেকর্ড বরাবর ভাল। দশবারই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। ভিয়েতনাম জিতেছিল মাত্র ৫ বার। এবার ট্র্যাকরেকর্ড উন্নত হওয়ার বদলে বরং আরও লজ্জায় ফেললেন সুনীল ছেত্রীরা। সিঙ্গাপুরের বিরুদ্ধে সন্দেশ ঝিংগান এবং চিঙ্গালসানা সিং খেলেননি। মঙ্গলবার দুই তারকাকেই প্ৰথম একাদশে রেখে দল সাজিয়েছিলেন ভারতের ক্রোট কোচ। তবে রক্ষণে গোটা ম্যাচেই সন্দেশ-আনোয়ারের মধ্যে যোগাযোগের অভাব পরিলক্ষিত হল। গোটা রক্ষণ নিয়েই নতুন করে ভাবতে হবে কোচ স্টিম্যাচকে। গোটা ম্যাচেই ভুগিয়ে গেল ভারতের ডিফেন্স। মাঝমাঠের সঙ্গেও ডিফেন্সের যোগাযোগ অদৃশ্য সারাক্ষণ। সেই সঙ্গে চোট পেয়ে আব্দুল সাহাল আরও বিপদ বাড়ালেন টিম ইন্ডিয়ার।

তিনটে গোলেই হাত ভারতের দুর্বল রক্ষণের। ১০ মিনিটে ফলো আপ কর্ণার থেকে নেওয়া শট আটকে দিয়েছিলেন গুরপ্রীত। তবে ভ্যান ডুকের ভলি এরপরে আর সামলাতে পারেননি তিনি। শট নেওয়ার সময় অরক্ষিত ছিলেন ভ্যান দুক। দ্বিতীয় গোলে খলনায়ক আনোয়ার আলি। তাঁর ভুলেই গুরপ্রীতকে ওয়ান অন ওয়ান সিচুয়েশনে পেয়ে গিয়েছিলেন এনগুয়েন। সেই সুযোগ হাতছাড়া করেননি ভিয়েতনামি ফরোয়ার্ড।

আরও পড়ুন: কলকাতা লিগে অবনমন ঘটানো হোক ‘পলায়ন’ বাগানকে! ক্ষিপ্ত সমর্থকদের ‘অভিশাপ’ এবার প্রকাশ্যে

তৃতীয় গোলে দায়ী সন্দেশ। ক্লিয়ার করতে গিয়ে তারকা ডিফেন্ডার বল তুলে দেন পরিবর্ত হিসাবে নামা ভ্যান কুয়েতের পায়ে। বল রিসিভ করে যিনি ভারতের জালে বল জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি।

এই নেতিবাচক বিষয়ের মধ্যেও ভারতের আশার আলো আশিক কুরুনিয়ান এবং আকাশ মিশ্র-র পারফরম্যান্স। দু-জনে ক্রমাগত ভিয়েতনাম রক্ষণে চাপ বজায় রেখে গেলেন।

ভারত: গুরপ্রীত সিং সান্ধু, নাওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিংগান, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, জিকসন সিং, লালরিনজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, সুনীল ছেত্রী

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Team india suffers defeat against vietnam in hung thinh tournament

Next Story
কলকাতায় পা রাখছে ‘লাল-হলুদ’ Man U! পুজোর আগে বিশাল ঘোষণায় হৈচৈ রোনাল্ডোদের