/indian-express-bangla/media/media_files/2025/05/16/mzlSmv6EQiDDysHFpRd2.jpg)
Jasprit Bumrah: কোন ভুলে কপাল পুড়ল জসপ্রিত বুমরাহের?
Jasprit Bumrah’s Captaincy Dreams Fade Amid Injury Setbacks and Selection Uncertainty: পুরনো প্রবাদ রয়েছে, সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কেউ কিছুই পান না। প্লেটে সাজিয়ে রাখা খাবার কেউ ছোঁ মেরে নিয়ে নিয়ে যাবে আপনার মুখের সামনে থেকে আর আপনি হাঁ করে দেখতে থাকবেন। টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ম্যাচ উইনার এবং বিশ্বের এক নম্বর বোলারের এমনই কাহিনী। জসপ্রিত বুমরাহ যিনি এতদিন ধরে ভারতীয় ক্রিকেট দলের ভাইস-ক্যাপ্টেন ছিলেন, আচমকা তাঁর কপাল পুড়ল।
টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) ক্যাপ্টেন্সির দৌড়ে জসপ্রিত বুমরাহ সবার প্রথমে থাকলেও সিডনিতে গত ৪ জানুয়ারি দুর্ভাগ্যজনক ঘটনার পর থেকে কোথায় হারিয়ে গেলেন। ক্যাপ্টেন্সির জন্য এগিয়ে থাকা সত্ত্বেও পিঠের স্ক্যানের জন্য চুপিচুপি সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে চলে গিয়েছিলেন। বুমরাহের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচে ভারতের জয়ের সব আশা ধুলিসাৎ হয়ে যায়। তবে এই চোট বুমরাহের টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সির স্বপ্নে জল ঢেলে দেয়।
ক্যাপ্টেন্সির দৌড় থেকে কীভাবে ছিটকে গেলেন বুমরাহ?
বুমরাহ বর্তমানে ৩১ বছর বয়সী। এই অবস্থায় তাঁর ভারতের টেস্ট ক্যাপ্টেন হওয়ার সুযোগ দূর-দূরান্ত পর্যন্ত নেই। কারণ টানা পাঁচ টেস্ট খেলার জায়গায় নেই বুমরাহ। তাঁর পক্ষে কার্যত অসম্ভব টানা ধকল নেওয়ার। বুমরাহের ক্ষেত্রে নির্বাচকদের সামনে সহজ চয়েস থাকলেও তাঁকে নিয়ে চিন্তা যাচ্ছে না। ব্রেকডাউনের অবস্থায় যা হয় আর কী! মাঠে খেলতে গিয়ে চোট পাওয়া এক জিনিস। সেটা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু মানসিক চাপ, পিঠে চিড় ধরা, হাঁটু এবং গোঁড়ালির চোট, হ্যামস্ট্রিং জাতীয় সমস্যা ফাস্ট বোলারদের সবচেয়ে বেশি হয়। এই সমস্ত কিছু ফিটনেসের সঙ্গে যুক্ত সমস্যা।
আরও পড়ুন বুমরাহকে ছেঁটেই ফেলল BCCI! ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার ভার কার কাঁধে দিতে চায় বোর্ড?
সিডনিতে জানুয়ারির সেই সকালে চোট লাগার কারণে বুমরাহ তিন মাসের জন্য টিম থেকে ছিটকে যান। এর আগে অস্ট্রেলিয়ায় ২০২২ সালে T20 বিশ্বকাপের ঠিক আগে মাঠে ব্রেকডাউনের কারণে ১১ মাস খেলতে পারেননি বুমরাহ। বুমরাহ কে ক্যাপ্টেন না করা হলে গম্ভীর-গিল জুটি এবং মহম্মদ সিরাজের উপর টিমতে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে। বুমরাহের খুব বেশি টেকনিক্যাল সাপোর্টের দরকার নেই কারণ অশ্বিনের মতো তিনিও নিজের স্কিল নিয়ে আশ্বস্ত।
সঞ্জয় মঞ্জরেকরের বিস্ফোরক দাবি
প্রাক্তন টেস্ট ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমি যথেষ্ট হতবাক যে আমরা টেস্ট ক্যাপ্টেন হিসাবে বুমরাহের বদলে অন্য কারও কথা ভাবছি। তাঁর চোটের ব্যাপারে চিন্তিত হলে ভাইস-ক্যাপ্টেন ভেবেচিন্তে বাছা উচিত।' এদিকে, মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেই থেকে এই জল্পনা তৈরি হয়েছে শুভমান গিল এখনও টেস্টে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি নন। কয়েকদিন আগে হেড কোচের সঙ্গে দিল্লিতে নয়া ক্যাপ্টেন বাছাই নিয়ে নির্বাচকদের বৈঠকের পর গম্ভীর নিজের জেদ থেকে পিছু হঠার সম্ভাবনা কম। তবে এমন জল্পনা তৈরি হয়েছে যে ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী কর্তাব্যক্তিরা শুভমানের আমচকা পদোন্নতিতে খুশি নন। তবে এটাও ভাবা বোকামি যে, পাঞ্জাবের তরুণ ক্রিকেটারকে আগামী টেস্ট ক্যাপ্টেন হিসাবে বেছে নেওয়ার জন্য এই প্রভাবশালীদের আশ্বস্ত করা হয়নি।