Virat Kohli: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) কিংবদন্তী ব্যাটার বিরাট কোহলি সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। বিরাটের অবসরের পর ভারতীয় ক্রিকেট দল বেশ সমস্যাতেই পড়েছিল। ইতিপূর্বে, ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনের বিকল্প খুঁজছিল। সেখানে আবার নতুন করে যোগ হয়েছে বিরাট কোহলির বিকল্প। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ইতিমধ্যে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে। এরপর ছবিটা খানিক স্পষ্ট হয়েছে যে বিরাট কোহলির রিপ্লেসমেন্ট হিসেবে কোন ক্রিকেটারকে চিন্তাভাবনা করছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। আশা করা হচ্ছে, এই ক্রিকেটারকেই টিম ইন্ডিয়ার ৪ নম্বর জায়গায় খেলানো হতে পারে।
Virat Kohli 5 Records: হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির এই ৫ 'বিরাট' রেকর্ড, না জানলে হাত কামড়াবেন
পাওয়া গেল বিরাট কোহলির বিকল্প!
ভারতীয় ক্রিকেটের ব্যাটিং মায়েস্ত্রো সচিন তেন্ডুলকর অবসর গ্রহণ করার পর ৪ নম্বর জায়গায় যখন একটা শূন্যস্থান তৈরি হয়েছিল, সেইসময় তা দ্রুত বিরাট কোহলির হাতে তুলে দেওয়া হয়েছিল। ২০১৩ সালের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত বিরাট কোহলিই টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার ৪ নম্বরে রাজত্ব করেছেন। এবার বিরাট কোহলি অবসর গ্রহণ করার পর ফের বিকল্প ক্রিকেটারের খোঁজ পড়েছে। বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) নাকি এবার বিরাটের জুতোয় পা গলাতে পারেন। অর্থাৎ, টিম ইন্ডিয়ার ৪ নম্বরে তাঁকে ব্যাট করতে দেখা যেতে পারে। ম্যানেজমেন্ট চাইছে, শুভমানই আপাতত বিরাটের অভাব পূরণ করুন, মিডল অর্ডারে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের হাল ধরুন। যদিও টেস্ট ক্রিকেটে শুভমানের এখনও অনেককিছু প্রমাণ করা বাকি রয়েছে।
Virat Kohli Retirement: চরম অপমানেই 'অবসর' কিং কোহলির? সত্যিটা ফাঁস করলেন সেহওয়াগ
ওপেনার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন গিল
ভারতীয় টেস্ট ক্রিকেট দলে শুভমান গিল নিজের কেরিয়ার একজন ওপেনিং ব্যাটার হিসেবে শুরু করেছিলেন। এরপর চেতেশ্বর পূজারাকে ভারতীয় ক্রিকেট দল থেকে বের করে দেওয়া হয়। সেইসময় টিম ম্য়ানেজমেন্ট গিলকে তিন নম্বরে শিফট করেন। আর এবার ম্য়ানেজমেন্ট তাঁকে ৪ নম্বরে সুযোগ দিতে চায়। টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটে আপাতত কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালের জায়গা পাকা বলেই মনে করা হচ্ছে। তিন নম্বরে ব্যাট করতে কে নামবেন, সেটা নিয়ে সাই সুদর্শন এবং করুণ নায়ারের মধ্যে টক্কর হতে পারে। এই ২ ক্রিকেটারের মধ্যে একজনকেই প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে। এছাড়া পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন ভারতীয় ক্রিকেট দলের সহঅধিনায়ক ঋষভ পন্থ।