Advertisment

নিউজিল্যান্ড সিরিজে খোলনলচে বদল দলে! একাধিক নতুন মুখের ভিড়ে বাদ হার্দিক, বরুণরা

বিশ্বকাপের ব্যর্থতায় বেশ কিছু নতুন মুখকে জাতীয় দলের স্কোয়াডে দেখা যেতে পারে। রুতুরাজ গায়কোয়াড, ভেঙ্কটেশ আইয়ারকে জাতীয় দলে ডাকা হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপ শেষ। কোহলি-শাস্ত্রী জমানা অতীত। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের মাধ্যমে নতুন দল আত্মপ্রকাশ করবে। দলের নেতৃত্বের ব্যাটন উঠবে রোহিত শর্মার হাতে। শুধু ক্যাপ্টেনই নন, কোচ হিসেবেও প্ৰথমবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে রাহুল দ্রাবিড়কে। জুন মাসে থেকে সিনিয়র দলের তারকারা বায়ো বাবলে কাটাচ্ছেন। তাই অধিকাংশ তারকাকেই বিশ্রাম দেওয়া হতে পারে।

Advertisment

বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, কেএল রাহুল, ঋষভ পন্থ, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজারা জুন মাস থেকেই জাতীয় দলের সঙ্গে রয়েছেন। এঁদেরকে বাইরে রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলতে পারে ভারত। সিনিয়র তারকাদের অনুপস্থিতিতে চেতন শর্মাদের নির্বাচন কমিটি কার্যত দ্বিতীয় সারির দল বাছাই করতে পারে।

আরও পড়ুন: ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ এবার RCB-র হেড স্যর! বড় নিয়োগে চমক কোহলিদের

তবে সমস্ত সিনিয়র তারকারা বিশ্রামে গেলেও রোহিত শর্মা সম্ভবত নিউজিল্যান্ডের বিরুদ্ধে থাকবেন। নেতৃত্ব দেবেন তিনি। আগামী বছরের টি২০ ওয়ার্ল্ড কাপে দায়িত্ব তাঁকেই সামলাতে হবে। তাই নিউজিল্যান্ড সিরিজে কোনও বিশ্রামই পাবেন না তিনি।

দেখা যাক, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে কেমন হতে পারে ভারতের একাদশ:

ওপেনার: (রোহিত শর্মা, রুতুরাজ গায়কোয়াড এবং পৃথ্বী শ) রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করা স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। তিনিই থাকছেন ওপেনিংয়ে। আইপিএলে ৬৩৫ রান করে কমলা টুপির মালিক হওয়া রুতুরাজ গায়কোয়াড স্কোয়াডে ওপেনার হিসাবে অটোমেটিক চয়েস। আন্তর্জাতিক পর্যায়ে আগেই অভিষেক ঘটেছে তারকার। তবে শ্রীলঙ্কায় সেভাবে দাগ কাটতে পারেননি।

শ্রীলঙ্কা সফরে টি২০ অভিষেক ঘটিয়েছিলেন পৃথ্বী শ-ও। তিনি ফের টি২০ স্কোয়াডে কামব্যাক করতে পারেন। আইপিএলে ব্যাট হাতে বেশ ফর্মে ছিলেন তারকা। ১৫৯.১৩ স্ট্রাইক রেটে ৪৭৯ রান করেছিলেন পৃথ্বী শ। প্ৰথম একাদশে জায়গা পাওয়ার জন্য পৃথ্বীর লড়াই রুতুরাজের সঙ্গে

মিডল অর্ডার: (সূর্যকুমার যাদব, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার) সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও দুই তারকাকে সম্ভবত বিশ্রাম দেওয়া হবে না। ঈশান বিশ্বকাপের স্কোয়াডে ওপেনার হিসাবে থাকলেও ঋষভ পন্থের অনুপস্থিতিতে ঈশানকে মিডল অর্ডারে নামতে হবে।

আরও পড়ুন: ৪ ওভারে কোনও রান না দিয়েই ২ উইকেট! টি২০-র ইতিহাসে প্রথম ভারতীয় স্পিনার

শ্রেয়স আইয়ার বিশ্বকাপের রিজার্ভ স্কোয়াডে ছিলেন। তিনি ফের একবার জাতীয় দলের জার্সিতে কামব্যাক করবেন। শ্রীলঙ্কা সফরের পরে বাদ পড়েছিলেন সঞ্জু স্যামসন। তাঁকেও ঘরের মাঠে কিউয়ি সিরিজে ফেরানো হতে পারে।

অলরাউন্ডার: (ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল) হার্দিক পান্ডিয়া বাদ পড়তে পারেন। তাঁর পরিবর্তে অলরাউন্ডারের কোটায় ভেঙ্কটেশ আইয়ারের সুযোগ পাওয়া কার্যত নিশ্চিত। সিমার অলরাউন্ডার হিসাবে আইয়ার আমিরশাহি পর্বে ৩৭০ রান হাঁকানোর সঙ্গে তিনটে উইকেটও নিয়েছেন। আইপিএলের ফর্মই ভেঙ্কটেশ আইয়ার ধরে রেখেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। জাতীয় দলের জার্সিতে আইয়ার ডাক পাবেন শীঘ্রই। সেইসঙ্গে বিশ্বকাপে ভারতের রিজার্ভ স্কোয়াডে থাকা অক্ষর প্যাটেল হোম সিরিজে থাকছেন।

বোলার: (হর্ষল প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার) আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেতে পারেন হর্ষল প্যাটেল এবং আবেশ খান। বেগুনি টুপির মালিক হর্ষল প্যাটেল আইপিএলে ৩২ উইকেট শিকার করেছিলেন। বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটও করতে পারেন আরসিবি তারকা। আবেশ খান আবার দিল্লি ক্যাপিটালসের হয়ে ২৪ উইকেট নেন কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে।

ভুবনেশ্বর কুমার বিশ্বকাপে নিজের প্রতিভার সুবিচার করতে না পারলেও কিউয়ি সিরিজে তাঁকে রেখেই সম্ভবত দল গড়বেন নির্বাচকরা। নতুন বলে ভুবনেশ্বরের সঙ্গী হতে পারেন দীপক চাহার। রাহুল চাহার স্পিনার হিসাবে নিজের জায়গা ধরে রাখবেন। সেই সঙ্গে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটবে যুজবেন্দ্র চাহালেরও।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য স্কোয়াড: রোহিত শর্মা, রুতুরাজ গায়কোয়াড, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, রাহুল চাহার

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Indian Cricket Team New Zealand
Advertisment