India vs England 2026 Schedule Announced: ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বৃহস্পতিবার যৌথভাবে ঘোষণা করেছে, আগামী বছর সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া (India vs England)। সফরে পাঁচটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে পুরুষ ক্রিকেট দল (Indian Cricket Team)।
এই সিরিজের সূচনা হবে আগামী ১ জুলাই, ডারহ্যামে একটি টি-২০ ম্যাচ দিয়ে। এরপর ভারতের ম্যাচগুলি হবে –
- ৪ জুলাই: ম্যানচেস্টার
- ৭ জুলাই: নটিংহ্যাম
- ৯ জুলাই: ব্রিস্টল
- ১১ জুলাই: সাউথ্যাম্পটন
ওডিআই সিরিজ শুরু হবে ১৪ জুলাই বার্মিংহ্যামে। বাকি দুটি ম্যাচ হবে —
- ১৬ জুলাই: কার্ডিফ
- ১৯ জুলাই: লর্ডস গ্রাউন্ড
এই ওয়ানডে সিরিজে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন দেশের হয়ে আর খেলাই হবে না রোহিত-বিরাটের! রইল ফ্যানদের জন্য বুক কাঁপানো খবর
এই মুহূর্তে ভারতীয় পুরুষ দল ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে। কিছুদিন আগেই ভারতের মহিলা দল সীমিত ওভারের ইংল্যান্ড সফর শেষ করেছে। তবে আগামী বছর আবারও ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় মহিলা দল।
মহিলা দলের সূচি অনুযায়ী, তারা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে —
- তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ
- একটি টেস্ট ম্যাচ
ম্যাচগুলি হবে:
- ২৮ মে: চেমসফোর্ড
- ৩০ মে: ব্রিস্টল
- ২ জুন: টন্টন
- ১০ জুলাই থেকে: লর্ডসে একমাত্র টেস্ট ম্যাচ
এই সময় ইংল্যান্ডের পুরুষ দল নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট সিরিজ খেলবে এবং ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার সঙ্গেও সীমিত ওভারের সিরিজে অংশ নেবে। বেন স্টোকস টেস্ট দলের অধিনায়কত্ব করবেন, আর হ্যারি ব্রুক নেতৃত্ব দেবেন ওয়ানডে ও টি-২০ দলের।
আরও পড়ুন গম্ভীরের চাপেই কি কোহলি-রোহিতের অবসর? বিস্ফোরক আপডেট দিল BCCI