Advertisment

এক দশক পর টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানে

এক দশক পর টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানে। চলতি বছর ডিসেম্বরেই শ্রীলঙ্কা খেলতে আসছে সেদেশে। টুইট করে সেই খবর জানিয়ে দিল পিসিবি। দ্বীপরাষ্ট্রের থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

author-image
IE Bangla Web Desk
New Update
Test cricket returns to Pakistan after a decade

এক দশক পর টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানে (ছবি-টুইটার, আইসিসি)

এক দশক পর টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানে। চলতি বছর ডিসেম্বরেই শ্রীলঙ্কা খেলতে আসছে সেদেশে। টুইট করে সেই খবর জানিয়ে দিল পিসিবি। দ্বীপরাষ্ট্রের থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

Advertisment

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ হিসাবেই দুই দলের মধ্য়ে অনুষ্ঠিত দুই ম্য়াচের টেস্ট সিরিজ। ঘটনাচক্রে ২০০৯ সালে এই শ্রীলঙ্কার সঙ্গেই পাকিস্তান নিজেদের ঘরে শেষবার ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটের স্বাদ পেয়েছিল।

আরও পড়ুন-ভিডিও: আগুনে গতিতে নাস্তানাবুদ অজিরা, কিশোর পাক পেসার নাসিম শাহকে নিয়ে চর্চা

চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তানে এসে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলে গিয়েছে শ্রীলঙ্কা। যদিও নিরাপত্তা জনিত কারণে দ্বীপরাষ্ট্রের ১০ জন প্রথমসারির ক্রিকেটার পাক সফর করেননি। শ্রীলঙ্কার ক্য়াপ্টেন দ্বিমুখ করুনারত্নে ও টি-২০ ক্য়াপ্টেন লাসিথ মালিঙ্গার মতো চেনা মুখকে পাওয়া যায়নি।

আগামী ১১ ডিসেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্য়াচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিণ্ডির পিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে করাচির ন্য়াশনাল স্টেডিয়ামে।

আরও পড়ুন-শ্রীলঙ্কা দলকে নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছে পাকিস্তান, খোঁচা দিলেন গৌতম গম্ভীর

পিসিবি-র ডিরেক্টর জাকির খান একটি বিবৃতিতে জানিয়েছেন, “পাকিস্তান ক্রিকেটের জন্য় এটা দুর্দান্ত খবর। এর সঙ্গে এটাও প্রমাণ করে দিচ্ছে যে বিশ্বের আর পাঁচটা দেশের মতোই পাকিস্তান নিরাপদ। এখানে নিশ্চিন্তে ক্রিকেট খেলা যায়। আমরা শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে কৃতজ্ঞ। ওরা ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে দল পাঠানোর জন্য় রাজি হয়েছে।”

pakistan Sri Lanka ICC
Advertisment